E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাউয়াছড়া বনে আগুন, হুমকির মুখে জীববৈচিত্র

২০২১ এপ্রিল ২৪ ১৯:০৫:০০
লাউয়াছড়া বনে আগুন, হুমকির মুখে জীববৈচিত্র

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাগমারা বিটের হিড (বাংলাদেশ) এর কার্যালয় সংলগ্ন পরিত্যক্ত বনে লেগেছে আগুন। বিশাল এই বনে আগুন লাগার ফলে পুরে গেছে পাখির বাসা সহ অনেক গাছপালা। 

শনিবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টায় আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। তবে কিভাবে এ আগুন লেগেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হলে দীর্ঘ সময় ধরে জ্বলন্ত বনে আগুন জ্বললেও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এঘটনা তদন্তে ইতিমধ্যে বন বিভাগ কর্তৃপক্ষ তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করেছেন বলে নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, এমন আগুন দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে না আসলে তা লাউয়াছড়ার জীববৈচিত্রের জন্য মারাত্মক ক্ষতির সম্মুখিন হবে। শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সরবরাহকারী একটি বৈদ্যুতিক খুঁটিতেও আগুন লেগেছে।

সূত্রে জানা যায়,লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন বনবিভাগের নিয়জিত কিছু শ্রমিকরা। শনিবার দুপুর ১২টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে। আগুন নিভানোর জন্য একদিকে পানির স্বল্পতা অন্যদিকে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীরা গাড়ি নিয়ে বনের ভেতরে ঢুকতে পারছে না ।

এদিকে সরেজমিন গিয়ে দেখা যায়, লাউয়াছড়া বনের প্রায় তিন একর জায়গা জুড়ে পশুপাখির নিরাপদ আবাসস্থল এবং গাছপালা সহ অনেক পাখির বাসা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ,এর পৃর্বেও লাউয়াছড়া বনে আগুন লেগেছে,এত ঘন ঘন বনে আগুন লাগার উৎস অবিলম্বে খোঁজে বের করা হউক।

লাউয়াছড়ার রেঞ্জকর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে দেখছি কি কারণে আগুনের সূত্রপাত হলো। তবে এখন আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী বলেন,আগুন কী কারনে লাগছে তা তদন্ত করে বের করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে, কারন এই বন দেশের সম্পদ। এঘটনায় বন বিভাগের কেউ জড়িত থাকতে পারেন স্থানীয় সূত্রে পাওয়া এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,সব কিছুর ব্যাপারে তদন্ত হবে আমি বলে দিছি।

(একে/এসপি/এপ্রিল ২৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test