E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯ 

২০২১ এপ্রিল ২৫ ১৬:১৬:২৫
নারায়ণগঞ্জে করোনায় ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৪৯ 

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায়  নতুন করে আরও তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের একজন নারায়ণঞ্জ সিটি করপোরেশন ও দুইজন সদর থানার বাসিন্দা। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ২০৯ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৯ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১২ হাজার ৬৩৩ জনে।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৯৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৬২ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ২৯ জনের।

রবিবার (২৫ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১০৬ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৯৮ জন, সদরে মারা গেছেন ৪১ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৬১৭ জন, বন্দরে মারা গেছেন ৮ জন ও আক্রান্ত হয়েছেন ৭৮৭ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৯৭ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩৬ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭২ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮৬২ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর। বতমানে করোনার সেকেন্ড ওয়েব চলছে। সরকার ঘোষিত দ্বিতীয় দফার সর্বাত্মক লক ডাউন চলছে।

(এস/এসপি/এপ্রিল ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test