E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ ডাকাত গ্রেপ্তার

২০২১ এপ্রিল ২৫ ১৮:৩৫:২২
সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে ৪ ডাকাত গ্রেপ্তার

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রবিবার (২৫ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।র‌্যাব-১১ এর এএসপি প্রনব কুমার এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আনোয়ার হোসেন (৩২), মোঃ মনির হোসেন (৩৫), মোঃ রওশন আলী (৩৫) ও মোঃ আক্তার হোসেন (৩০)। তাদের হেফাজত হতে ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি চাকু, ১টি রামদা ও ১টি ছোড়া উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মোঃ আনোয়ার হোসেনের বাসা সিদ্ধিরগঞ্জের মিজমিজি, মোঃ মনির হোসেনের সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যে পাড়ায়, মোঃ রওশন আলী সিদ্ধিরগঞ্জের পাইনাদী ধনুহাজারী ও মোঃ আক্তার হোসের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায়। তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্র বড় বড় দোকান টার্গেট করে অতর্কিত ভাবে হামলা করে এবং অস্ত্র প্রদর্শন করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে দোকান লুট করে মুহুতের মধ্যে পালিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় তাদের অপরাপর সহযোগীদের নিয়ে দোকানে ও চলন্ত গাড়িতে ডাকাতি করে আসছে। বিগত কয়েক বছরে দেশের বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া এই রকম বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির সঙ্গে এই সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

(এস/এসপি/এপ্রিল ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test