E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

২০২১ এপ্রিল ২৭ ১৭:৫২:১৫
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকির অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সল্লা ইউনিয়ন কমান্ডার ও ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজাহার আলীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে সল্লা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে আসন্ন ঈদ-উল-ফিতরের ভিজিএফ কার্ড বিতরণের তালিকাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার সাথে স্থানীয় চেয়ারম্যান ও তার অনুসারী মানিক, আপেল, খসরু, নজরুল, খালেক এর সাথে বাকবিত-া হয়। এক পর্যায়ে চেয়ারম্যান আব্দুল আলীম বীর মুক্তিযোদ্ধা আজাহার আলীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয় বলে বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী জানান। একজন বীর মুক্তিযোদ্ধার সাথে অসদ আচরণ করায় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, ভিজিএফ তালিকার বিষয় নিয়ে আমি ইউনিয়ন আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের সাথে সমন্বয় করে তালিকা প্রণয়ন করতে বলেছি। কিন্তু বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী আমার উপর উত্তেজিত হলে তার সাথে তর্কবিতর্ক হয়। প্রাণনাশের হুমকির বিষয়টি তিনি অস্বীকার করেন। কালিহাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(আরকেপি/এসপি/এপ্রিল ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test