E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভোমরায় ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বিজিবির লাঠি চার্জ, সুবেদারের ভুল স্বীকার

২০২১ এপ্রিল ২৭ ১৯:১৫:১১
ভোমরায় ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর বিজিবির লাঠি চার্জ, সুবেদারের ভুল স্বীকার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি ও সরকারি নির্দেশনা মেনে চলা সাতক্ষীরা সদরের ভোমরা বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ি দের ব্যবসা প্রতিষ্টানে লাঠি চার্জের অভিযোগ উঠেছে স্থানীয় বিজিবি ক্যাম্পের সুবেদার মুজিবর রহমানের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল ১১টায় ভোমরা বন্ধরে লাঠি চার্জ ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় মানুষজন ও ক্ষুব্ধ ব্যবসায়িরা সুবেদারকে ঘিরে প্রতিবাদ করলে এক ঘণ্টারও বেশি সময় ধরে আমদানি রপ্তানি বন্ধ থাকে।

ভোমরা বন্দরের চা বিক্রেতা নূর ইসলাম, চন্দ্র কান্ত চ্যাটার্জী, আবুল কালাম, ফিরোজা খাতুন, মুদি দোকানী সরজিৎ দাসসহ কয়েকজন জানান, সরকারি নির্দেশনা ওস স্বাস্থ্য বিথি মেনে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। দোকান না খুললে তাদের সংসারে হাঁড়ি জ্বলে না। মঙ্গলবার সকাল ১১টার দিকে ভোমরা বিজি ক্যাম্পের সুবেদার মুজিবর রহমান কোন কারণ ছাড়াই তাদের দোকানগুলোতে একের পর লাঠি চার্জ করে ভাঙচুর শুরু করে। বাধা দেওয়ায় তাদেরকেও মারপিট করা হয়। মারপিট করা হয় সবিরুলসহ কয়েকজনকে। সাংবাদিকরা ভাঙচুরের দৃশ্য ভিডিও করলে তাদের কাছ থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়।

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিবাদ করার একপর্যায়ে ওই বিজিবি কর্মকর্তাকে ঘেরাও করে রাখে। ফলে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় এক ঘণ্টার মতো। বেগতিক বুঝে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বিদায় নেন ওই বিজিবি কর্মকর্তা।

এ ব্যাপারে ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার মুজিবর রহমান বলেন, দেশে যেভাবে করোনার ঢেউ আছড়ে পড়ছে সে সম্পর্কে ওইসব ক্ষুদ্র ব্যবসায়িদের বললেও তারা নির্দশেনা না মানায় এ ধরণের ঘটনা ঘটেছে।

(আরকে/এসপি/এপ্রিল ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test