E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতির উপর হামলা, ২০ জনের নামে এজাহার

২০২১ এপ্রিল ২৭ ২৩:৫৩:৩২
সাতক্ষীরা আইনজীবী সমিতির সাবেক সভাপতির উপর হামলা, ২০ জনের নামে এজাহার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাড. এম শাহ আলমের উপর হামলা ও তার ল.চেম্বার ভাংচুরের ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অ্যাড. এম শাহ আলম বাদি হয়ে ১০ জনের  নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামী করা হয়েছে।

এজাহারে উল্লেখিত আসামীরা হলেন, অ্যাড. এসএম হায়দার আলী, অ্যাড. এসএম সালাহ উদ্দিন, অ্যাড. আব্দুল মজিদ(২), অ্যাড. নিজামউদ্দিন, অ্যাড. এখলেছার আলী বাচ্চু, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, অ্যাড. এবিএম সেলিম, অ্যাড. খায়রুল বদিউজ্জামান বাচ্চু, অ্যাড. নুরুল আমিন ও অ্যাড. সাইফুজ্জামান জিকো।

মামলার বিবরণে জানা যায়, সোমবার দুপুর সোয়া একটার দিকে বাদি তার নিজ চেম্বারে বসে মামলার নথি দেখছিলেন। এ সময় অ্যাড. এসএম হায়দার আলী , অ্যাড. এসএম সালাহ উদ্দিন ও অ্যাড. মজিদ(২) এর নির্দেশে ও হুকুমে সকল আসামীরা তার চেম্বারে ঢোকে। এ সময় আসামী অ্যাড আব্দুল লতিফ তাকে বলে যে শুয়োরের বাচ্চা তোকে আজ শেষ করে দেব। আব্দুল লতিফ চেয়ার তুলে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে আঘাত করার চেষ্টা করলে বাদি হাত দিয়ে প্রতিহত করেন। আসামী সালাহ উদ্দিন হত্যার উদ্দেশ্যে চেয়ার তুলে মাথায় আঘাত করার চেষ্টা করলে বাদি তা প্রতিহত করেন।

এ সময় বাদি মাটিতে পড়িয়া গেলে আসামী এখলেচার আলী বাচ্চু তাকে পানির বোতল দিয়ে আঘাত করার চেষ্টা করে। আসামী মোঃ নিজামউদ্দিন, খায়রুল বদিউজ্জামান ও নুরুল আমিন বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সম্মানহানি করে। সকল আসামীরা ভীতি প্রদর্শনের একপর্যায়ে এখলেছার আলী বাচ্চু ইট দিয়ে চেম্বারের ২০ হাজারজ টাকা মূল্যের ও ৯ নং আসামী নুরুল আমিন দরজার ৩০ হাজার টাকা মূল্যের থাই গ্লাস ভাঙচুর করে। আসামী সাফিুজ্জামান জিকো বাদির চেয়ার ভাঙিয়া ও এসির তার ছিড়িয়া ৩০ হাজার টাকা ক্ষতি করে। এ সময় কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থীরা এগিয়ে এলে সকল আসামী ইট ও লাঠিসোঠাসহ তাদেরকে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শকের সঙ্গে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি। তবে জেলা আইনজীবী সমিতিরন সাবেক সভাপতি থানায় এজাহার জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত সোমবার আশাশুনি থানার একটি ধর্ষণ মামলার জামিন শুনানীকালে রাষ্ট্রপক্ষের পিপি অ্যাড. আব্দুল লতিফকে কটুক্তি করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে এজাহারে উল্লেখিত আইনজীবীরা অ্যাড. এম শাহ আলমের চেম্বারে এসে হামলা ও ভাঙচুর চালান।

(আরকে/এসপি/এপ্রিল ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test