E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

২০১৪ আগস্ট ৩০ ১৬:৩৩:১৯
শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

শেরপুর প্রতিনিধি : পুরাতন ব্রহ্মপুত্র নদে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। বিদ্যালয়ের চতুর্দিকে পানি উঠায় সদর উপজেলার চরাঞ্চলের তিনটি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

৩০ আগস্ট শনিবার শেরপুর-জামালপুর মহাসড়কের পোড়ার দোকান দকজওয়ে'র ওপর দিয়ে প্রায় এক ফুট উচ্চতায় প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হওয়ায় এ সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। যেকোনো মুহুর্তে এ দুই জেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় পুরাতন ব্রহ্মপুত্র নদের শেরপুর ফেরিঘাট পয়েন্টে আরও সেন্টিমিটার পানিবৃদ্ধি পেয়ে ১৬ দশমিক ৯ মিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। এতে পুরাতন ব্রহ্মপুত্র নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের তিনটি ভাঙণ অংশ দিয়ে হু হু করে বন্যার পানি প্রবেশ করে চরাঞ্চলের ৫ টি ইউনিয়নের ১০ টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এসব এলাকার রোপা আমন ও সব্জীর আবাদ বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে এসব এলাকার গ্রামীণ রাস্তাঘাট ডুবে যাওয়ায় পানিবন্দী লোকজনকে নৌকা এবং কলার ভেলায় যাতায়াত করতে দেখা যায়।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী জানান, বন্যার পানি ওঠায় চরপক্ষমিারী ইউনিয়নের টাকিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দিকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং কামারের চর ইউনিয়নের পয়স্তির চর গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যার পানি ভাটির দিকে নামতে থাকায় নকলা উপজেলার চরঅস্টাধর ও চন্দ্রকোণা ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

(এমএইচএম/এএস/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test