E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে শহীদ শেখ জামালের জন্মদিন স্মরণে দোয়া ও ইফতার বিতরণ

২০২১ এপ্রিল ২৮ ২৩:৪৫:২১
টঙ্গীতে শহীদ শেখ জামালের জন্মদিন স্মরণে দোয়া ও ইফতার বিতরণ

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : বাংলাদেশ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৬৮তম জন্মদিনে সারাদেশের মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করছে।

বুধবার বাদ আছর টঙ্গীর নোয়াগাঁও রেলষ্টেশন এলাকায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেছিন্নমূল, অসহায় ও সর্বস্তরের মানুষের মাঝে দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল (এমপি)’র নির্দেশে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক করোনা যোদ্ধা, মতিউর রহমান মতি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ কাউসার সরকার, আওয়ামিলীগ নেতা মোঃ জাকির হোসেন, টঙ্গী রেলষ্টেশন ক্ষুদ্র ব্যবসায়ী লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান, যুবলীগ নেতা সুমন মোল্লা, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি, সেচ্ছাসেবক লীগ নেতা কবির শাহ, শাহাজাদা সেলিম লিটন, জসিম মাতব্বর, আজমেরী হোসেন কৃষান, বেলায়েত হোসেন বাবু, আবুল কালাম, সাজ্জাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ২৮শে এপ্রিল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ জামাল। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঘাতকের নির্মম বুলেটে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনিও শাহাদাৎ বরণ করেন।

(জে/এসপি/এপ্রিল ২৮, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test