E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২১৪ বছরের সাক্ষী রাজারহাটের পাঠানহাট ঈদগাহ মাঠ 

২০২১ এপ্রিল ২৯ ১৫:১৪:৫৫
২১৪ বছরের সাক্ষী রাজারহাটের পাঠানহাট ঈদগাহ মাঠ 

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট থেকে মাত্র ১কিলোমিটার পশ্চিমে সদাগরপাড়ার পাঠানহাট ঈদগাহ মাঠ। জনশ্রুতি আছে, রাজারহাটের চাকিপশার ইউনিয়নের চাকিরপশার নদীর উপরে এই ময়দানে প্রায় ২১৪ বছর আগে দেড় হাজার মুসলিম পাঠানরা একইসঙ্গে ঈদের নামাজ আদায় করতেন। সেই থেকেই এই মাঠটির নামকরণ হয় পাঠানহাট ঈদগাহ ময়দান।

সরেজমিনে গিয়ে জানা যায়, তৎকালীন ঘড়িয়ালডাঙ্গার জমিদার শরৎ চন্দ্র রায় চৌধুরী ৪একর আয়তনের গো-চারণ ময়দানটি মুসলমানদের ধর্মীয় কাজে ব্যবহারের জন্য দান করেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় তা ধীরে ধীরে ওই ঈদগাহ ময়দানটির পূর্ণতা পায়। প্রতিবছর ঈদের দু’টি জামাত হয় এই ঈদগাহ ময়দানটিতে। ঐতিহ্যের টানে বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে সমবেত হন। ঈদের জামাতে রং-বেরংয়ের শিশুদের খেলনা ও রকমারি খাবারের দোকানের পসরা বসে।

ময়দানের পাশেই রয়েছে পাঠানহাট কবরস্থান। প্রায় ২কিলোমিটার দুর থেকে মরদেহ সৎকারের জন্য এখানে নিয়ে আসা হয়। আর মৃত ব্যক্তির সৎকার করার জন্য মাঠ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োজিত রয়েছে কয়েকজন দক্ষ কর্মী।

এ বিষয়ে পাঠানহাট ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান আঁশু বলেন, উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন ঈদগাহ মাঠ এটি। প্রাচীন এই ঐতিহ্যকে ধরে রাখতে সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ১৯ লাখ টাকার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এখনো চলমান রয়েছে।

(পিএস/এসপি/এপ্রিল ২৯, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test