E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে ৬০০ পরিবহন শ্রমিককে ত্রাণ সহায়তা দিলেন জেলা প্রশাসক 

২০২১ এপ্রিল ২৯ ১৫:৩০:৪৩
গাজীপুরে ৬০০ পরিবহন শ্রমিককে ত্রাণ সহায়তা দিলেন জেলা প্রশাসক 

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : মহামারি করোনা সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন এর কারণে কর্মহীন হয়ে পড়া গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছে গাজীপুর জেলা প্রশাসন। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম শ্রমিকদের মাঝে এ ত্রাণ বিতরণ করেন।

গাজীপুর মহানগরীর সরকারি রাণী বিলাসমনি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে ৬শ গণপরিবহন শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাউল, ৫ কেজি আলু, ২ কেজি ডাউল, ২ লিটার তেল, ২ কেজি লবণ।

ত্রাণ সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার, টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) তানিয়া তাবাসসুম, জেলা প্রশাসক কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সরকারি রানী বিলাসমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাহিদা বেগমসহ অন্যান্য কর্মকর্তাগণ।

এ সময় জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ রোধকল্পে সরকারের ঘোষিত লকডাউন এর কারণে যে সমস্ত পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে নানা রকম সমস্যা জর্জরিত হয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় মানুষদের তালিকা করা হচ্ছে। তালিকা অনুযায়ী সকলেই ত্রাণ সহায়তা পাবেন।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর নির্দেশনা অনুযায়ী কোন মানুষ যাতে খাদ্য কষ্টে না পড়েন তার জন্য আমরা প্রতিদিন এই ত্রাণ সহায়তা প্রদান অব্যাহত রাখব।

এ সময় তিনি আরো বলেন, করোনার সংক্রমণ রোধকল্পে আপনারা সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে এলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। যেকোনো প্রয়োজনে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন আপনাদের সাথে থাকবে।

(এস/এসপি/এপ্রিল ২৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test