E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফেনীর ফুলগাজীতে কৃষির উন্নয়নে চলছে নদী খননের কাজ

২০২১ এপ্রিল ২৯ ১৮:২২:৩২
ফেনীর ফুলগাজীতে কৃষির উন্নয়নে চলছে নদী খননের কাজ

নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর ফুলগাজীতে কৃষির উন্নয়নে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে চলছে নদী খননের কাজ। ফুলগাজী উপজেলার উপর দিযে বয়ে যাওয়া সিলোনিয়া নদীটি সরু হওয়ায় প্রতি বছর বোরো মৌসুমে সেচ ও বর্ষায় পানিনিষ্কাশন বাধাপ্রাপ্ত হয়ে কৃষকের ফসলহানি সহ এলাকার লোকদের সীমাহীন দুর্ভোগ আর চরম ভোগান্তি পোহাতে হয় ।

সরেজমিন পরিদর্শনে গিয়ে এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ফুলগাজী উপজেলার সিলোনীয়া নদীর বদরপুর ব্রীজ সংলগ্ন এলাকা ও গোসাইপুর ব্রীজ সংলগ্ন নদী সরু হওয়ায় ঠিকভাবে পানি প্রবাহিত হয় না, ফলে কৃষি জমি চাষাবাদে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ফুলগাজীর কৃষকরা ।

শুষ্ক মৌসুমে নদীতে পানি ও বর্ষায় নাব্যতা না থাকার কারণে এলাকার প্রায় ৩০/৪০ হেক্টর জমিতে বোরো ফসলের চাষাবাদ সম্ভব হয়না !

এমতাবস্থায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার সরু নদী খননের জন্য দীর্ঘদিন ধরে পাউবোকে অনুরোধ জানিয়ে আসছেন, কিন্তু পাউবোর কোন বাজেট না থাকায় নদী খননে কোন উদ্যোগ নেওয়া হয়নি ।

এ বিষয়ে গত ৮ ফেব্রুয়ারী ২০২১ খ্রিস্টাব্দে জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হয়, সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এলাকার বর্ষা মৌসুমে পয়ঃনিষ্কাশনের ক্ষেত্রে ও শুকনো মৌসুমে জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যে নদীর নাব্যতা বাড়ানোর দাবীর প্রেক্ষিতে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, পাউবো ফেনীর নির্বাহী প্রকৌশলী সিলোনীয় নদী খননে অভিন্ন মত পোষণ করেন ।

এক পর্যায়ে উপজেলা পরিষদের উদ্যোগে নদী খননের এ মহতি কাজটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেন উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফুলগাজী থানার ওসি'কে ও লিখিত ভাবে জানানো হয়। ফুলগাজী উপজেলা পরিষদের স্বারক নং ২০৭, তারিখ, ১৪/০২/২০২১ এর আবেদনের ভিত্তিতে নদীর সরু অংশে মাটি খনন কাজ শুরু হয় । উপজেলা চেয়ারম্যানের এ মহতি উদ্যোগকে এলাকার কৃষক ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন ।

উপজেলা চেয়ারম্যান বলেন- তাঁর নিজের একার এখতিয়ার বলে নয়, জেলার সর্বোচ্চ প্রতিষ্ঠান জেলা প্রশাসন, পাউবো, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ফুলগাজী থানার সমন্বয়ে এলাকার কৃষক ও কৃষির উন্নয়ন সিলোনীয়া নদী খনন করা হচ্ছে ।

(এনকে/এসপি/এপ্রিল ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test