E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে মোবাইলে গেম খেলা নিয়ে সংঘর্ষ ও লুটপাট! 

২০২১ এপ্রিল ৩০ ১৭:২০:৪৬
টঙ্গীতে মোবাইলে গেম খেলা নিয়ে সংঘর্ষ ও লুটপাট! 

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজিপুর) : বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানার শান্তিবাগ বনমালা রোড, দত্তপারা ৪৮নং ওয়ার্ডে অল্প বয়সী কিশোরদের মধ্যে মোবাইলে গেম খেলা নিয়ে সংঘর্ষ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

বুধবার ঐ এলাকার মেহের আলি জানায়, তার ছেলেজগলুল হায়দারের সাথে মোবাইল গেমস নিয়ে রহমত শৈশব, আলি ও সজলের সাথে কথা কাটাকাটি হলে জগলুলকে পিটিয়ে আহত করে তারা। পরে জগলুল হামলাকারীদের বিরুদ্ধে ফেইসবুকে একটি স্ট্যাটাস দিলে বৃহস্পতিবার রাতে সজল, শৈশব, আক্তার সহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক তান্ডব সৃষ্টি করে। এ বিষয়ে জগলুলের বাবা মেহের আলি বাড়িতে থাকা স্বর্ণালংকার সহ নগদ টাকা লুটের অভিযোগও করে।

গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ জানান, ঘটনার তদন্ত ও সিসি ফুটেজ দেখে আইনগত পদক্ষেপ নেয়া হবে। সাধারণ মানুষ বলছে,অনলাইনে যুক্ত থেকেদিন-রাত ছেলেপেলে মোবাইল নিয়ে ঘার নিচু করে পাবজি, ফ্রি-ফায়ার গেমস এবংলাইকি, টিকটক, ফেইসবুকআর পর্ণ সাইটে ডুবে থাকে। এতে তারা একপ্রকার মানষিক রুগী হয়ে যাচ্ছে। পরিবারের অভিভাবকগণ পর্যন্ত তাদের সাথে কথা বলতে ভয় পায়। লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এগুলো বাচ্চাদের ভয়ানক ভাবে প্রভাবিত করছে।

(জে/এসপি/এপ্রিল ৩০, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test