E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুড়িগ্রামে কুখ্যাত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

২০২১ এপ্রিল ৩০ ১৮:৩১:০৮
কুড়িগ্রামে কুখ্যাত মাদক কারবারিসহ গ্রেপ্তার ৩

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : শুক্রবার কুড়িগ্রাম সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার কাঁঠালবাড়ী থেকে কুখ্যাত মাদক কারবারি সামিউল ইসলাম পিউল (৩৮) কে গ্রেপ্তার করেছে জেলহাজতে প্রেরণ করেছে। এসময় পৃথক আরো দুটি অভিযানে পলাতক আসামী মো. সাজু মিয়া (৩০) ও আসামী লিটন মিয়া (৪০) কে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

পুলিশ জানান, ৩০এপ্রিল শুক্রবার ভোররাতে সদর থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও জিয়াউর রহমানের নেতৃত্বে এএসআই নূর মোহাম্মদ ও আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম ফকিরপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারী সামিউল ইসলাম পিউলকে গ্রেপ্তার করে। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে লালমনিরহাট থানায় ২৩/১৯ ধারায় সাজা পরোয়ানা রয়েছে। এছাড়াও কুড়িগ্রাম সদর থানায় তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এছাড়াও পৃথক অভিযানে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা এলাকা থেকে অপর পলাতক আসামী সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ওই এলাকার আব্দুল হকের ছেলে। সাজু মিয়ার বিরুদ্ধে জিআর ৬৫৯/২০১৮ মামলায় সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। বিশেষ অভিযান টিম ওইদিন রাতে পৌরসভার জলিলবিড়ি মোড় এলাকা থেকে লিটন মিয়া (৪০) নামে এক আসামীকে গ্রেপ্তার করে। পুলিশ আইনের ৩৪ ধারায় তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার সাহাজুল ইসলামের ছেলে।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। পুলিশ জনগণের সহযোগিতায় সেটি কার্যকরে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।

(পিএস/এসপি/এপ্রিল ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test