E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও ছড়ানো মামলার আসামী গ্রেপ্তার

২০১৪ আগস্ট ৩০ ১৭:৩০:৪৬
শেরপুরে শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও ছড়ানো মামলার আসামী গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন মধুটিলা ইকোপার্কে নববধুর শ্লীলতাহানি ও অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। ৩০ আগস্ট শনিবার ভোর ৫ টার দিকে ঝিনাইগাতি উপজেলার কান্দুলি গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদনসহ মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুরের নারী ও শিশু নির্যাত দমন ট্রাইব্যুনালে সোপর্দ করলে ট্রাইব্যুনালের বিচারক অমুল্য কুমার সরকার ২১ আগস্ট রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে জেলা কারাগারে প্রেরণ করে।

গত ১৬ জুলাই নালিতাবাড়ীর এক নব-বিবাহিত দম্পতি মধুটিলা ইকোপার্কে বেড়াতে যায়। এসময় তাদেরকে নির্জনে পেয়ে স্থানীয় শফিকুল ইসলামের নেতৃত্বে আব্দুল সালাম ও আমির হোসেন ওরফে মনু মিয়া নামে তিন বখাটে ওই দম্পতিকে জিম্মি করে টাকা-পয়সা ছিনিয়ে নেয় এবং তাদের বিবস্ত্র করে মোবাইলে ভিডিও ধারণ ও শ্লীলতাহানি ঘটায়। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও মানসম্মানের ভয়ে কোন আইনী ব্যবস্থা নেয়নি দম্পতি। একপর্যায়ে নববধূর সাথে তার স্বামীর দূরত্ব তৈরি করে স্থানীয় আরেক বখাটে নাজমুল হাসান লিটন ব্ল্যাকমেইলিং করে ওই নববধুর পরিবারের কাছে ৫০ হজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে শ্লীলতাহানির অশ্লীল ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরে বাধ্য হয়ে ওই নববধু বাদী হয়ে গত ১৩ আগস্ট নালিতাবাড়ী থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকেই আসামীরা গা-ঢাকা দেয়।

একপর্যায়ে গত ২৭ আগস্ট মাসলার দুই নম্বর আসামী আব্দুস সালাম শেরপুরের নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়। এদিকে, নালিতাবাড়ী থানা পুলিশের তৎপরতার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার ভোরে অভিযান চালায়। অভিযানে ঝিনাইগাতি উপজেলার কান্দুলী গ্রামের শফিকুলের শ্বশুর দুলাল মিয়ার বাড়ি থেকে প্রধান আসামী শফিকুলকে গ্রেপ্তার করে। শনিবার সকালে রিমান্ডের আবেদন জানিয়ে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পারিবারিক সূত্রে জানা যায়, যৌন নীপিড়নের শিকার ওই নববধু এখন লোকলজ্জার ভয়ে অনেকটা গৃহবন্দি অবস্থায় দিনযাপন করছে। স্বামীও যোগাযোগ বিচ্ছিন্ন করায় তার নতুন সংসারেও লেগেছে ভাঙ্গনের হাওয়া।

(এইচবি/এএস/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test