E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মে দিবসে ২ হাজার শ্রমিকের মাঝে ইফতার ও খাবার বিতরণ

২০২১ মে ০২ ১৭:০২:৩০
মে দিবসে ২ হাজার শ্রমিকের মাঝে ইফতার ও খাবার বিতরণ

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : গত শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে গাজীপুর মহানগর ছাত্রলীগের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে ২ হাজার শ্রমজীবী মানুষের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ইফতার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

টঙ্গীর দেওড়া হায়দার পাবলিক স্কুল মিলনায়তনে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মো: সোলেমান হায়দারের সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিমের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বেগম শামসুন্নাহার ভূঁইয়া এমপি।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, টঙ্গী সরকারি বিশ^বিদ্যালয় কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এড. আজিম হায়দার আদিম, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হাসান জসিম, আওয়ামীলীগ নেতা সেলিম তালুকদার, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ফিরোজ সর্দার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতা পরিষদের সিনিয়র সহ-সভাপতি নূরু সরকার, বিশিষ্ট ব্যবসায়ী জয় চৌধুরী মাদব, উসমান গণি, নাজমুল হক শাকিব, নাঈম খান, শাহরিয়ার চৌধুরী ইমন প্রমুখ।

মে দিসব উপলক্ষে বেগম শামসুন্নাহার ভূইয়া বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছেন। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু।

উল্লেখ্য, ১৯৮৬ সালে ৮ ঘন্টা কাজের দাবীতে আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেই ১লা মে দিনটিকে আন্তর্জাতিক মে দিবস হিসেবে পালন করা হয়।

(জে/এসপি/মে ০২, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test