E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শোক র‌্যালী

২০১৪ আগস্ট ৩০ ১৮:৪২:৪১
জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শোক র‌্যালী

সাতক্ষীরা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান।

বক্তব্য দেন সাংসদ মুক্তিযোদ্ধা মোস্তাক আহম্মেদ রবি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যপক আবু আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সাংগঠণিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, জেলা মহিলালীগের সহ-সভানেত্রী অ্যাড. ফরিদা আক্তার বানু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল করিম সাবু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক জহরুল হক নান্টু, আহমদ আলী কচি, সাবেক ছাত্রনেতা কাজী আক্তার হোসেন প্রমুখ।


শোক সভায় বক্তারা বলেন, আগষ্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এ মাসে বাঙালি জাতি হারিয়েছিল তার মহান স্থপতিকে। রাষ্ট্র হারিয়েছিল সেই রাষ্ট্র নায়ককে, যার আহবানে একটি রাষ্ট্র জন্ম হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারকে ভেদ করে যখন পূর্ব আকাশে সূর্য উদিত হওয়ার লাল আভরন দেখা যাচ্ছে, ঠিক সেই সময় ৩২নং ধানমন্ডির বাড়িতে অন্ধকারের কালো থাবা নেমে আসে। সবাই যখন ঘুমে আছন্ন সেই মুহুর্তে সেনাবাহিনীর সদস্যরুপী হায়েনা একে একে হত্যা করল বঙ্গবন্ধু মুজিব, বেগম মুজিব, কামাল, জামাল, সুলতানা কামাল, রোজী জামাল, শিশু পুত্র রাসেলসহ ১১ জনকে। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও রেহেনা বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরই খুনি চক্ররা মোশতাক আহম্মেদকে ক্ষমতায় বসায়। মোশতাক ক্ষমতায় গিয়ে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে হত্যাকারিদের বিচারের পথ বন্ধ করে দেন। কি বিচিত্র দেশ?


বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার পর যিনি বেশি সুবিধা ভোগ করেছেন সেই জিয়াউর রহমান ৫ম সংশোধনীর মাধ্যমে আইনে পরিণত হয়েছিল। মেজর জিয়া খুনিদের বিদেশের দূতাবাসে চাকরি ও একজনকে দল গঠন করে রাজনীতি করার সুযোগ দিয়ে পুরষ্কৃত করেছিলেন। দীর্ঘ ৩৯ বছর পূর্বে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল। বিচার প্রক্রিয়া ইতোপুর্বে শেষ হয়েছে। বঙ্গবন্ধুর খুনি যেসব আসামীরা বিদেশে পালিয়ে আছে। তাদের ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর হউক এটাই জাতির কামনা।
এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী সাতক্ষীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(আরকে/এএস/আগস্ট ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test