E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুলবাড়ীতে জলাতঙ্ক রোগ নিমূলে কুকুরের টিকাদান কর্মসূচির অবহিতকরণ সভা

২০২১ মে ০৩ ১৭:২৯:৩৬
ফুলবাড়ীতে জলাতঙ্ক রোগ নিমূলে কুকুরের টিকাদান কর্মসূচির অবহিতকরণ সভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : জলাতঙ্ক রোগ নির্মূল কর্মসূচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপকহারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গতকাল সোমবার দিনব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্সে দন্ত চিকিৎসক মো. সাজেদুল ইসলাম সাজুর সঞ্চালনায় আয়োজিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব ও থানার ওসি-তদন্ত মো. মাহমুদুল হাসান। এছাড়াও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, মো. মানিক রতন, মো. আব্দুল আজিজ মন্ডল, মো. আবু তাহের মন্ডল প্রমুখ। এতে মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন স্বাস্থ্য বিভাগের এমডিভি সুপারভাইজার মো. শরীফুল ইসলাম।

স্বাস্থ্য বিভাগের এমডিভি সুপারভাইজার মো. শরীফুল ইসলাম বলেন, ফুলবাড়ী উপজেলার বেওয়ারিশ কুকুরগুলোকে জলাতঙ্ক রোগ মুক্ত করার লক্ষ্যে আগামী ৬ মে থেকে ১০ পর্যন্ত টিকা দেওয়া হবে। কুকুরের টিকাদান কর্মসূচিতে পৌর সভা এলাকায় পাঁচটি এবং প্রত্যেকটি ইউনিয়নের জন্য তিনটি করে টিম কাজ করবে। প্রত্যেকদিন ভোর থেকে দুপুর ১ টা পর্যন্ত কুকুরের টিকাদান কার্যক্রম চলবে। তবে বাসাবাড়ীতে ব্যক্তি বিশেষের পালিত বিড়ালকে জলাতঙ্ক রোগ মুক্ত করতে চাইলে যে সময় ওই এলাকায় কুকুরের টিকাদান কার্যক্রম চলবে ওই সময় বিড়ালেরও টিকা দেওয়া হবে। এরপরও কারো ছাড়া পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, কুকুর কিংবা বিড়ালকে একবার জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হলে সেই কুকুর কিংবা বিড়ালের মৃত্যু হওয়ার পর্যন্ত জলাতঙ্ক রোগ হবে না। একই সাথে তাদের জন্ম দেওয়া বাচ্চারাও জলাতঙ্ক রোগ মুক্ত হয়ে থাকবে।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

(এম/এসপি/মে ০৩, ২০২১)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test