E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীতে প্রধানমন্ত্রীর ইফতারের ৫০০ টাকা বিতরণ শুরু

২০২১ মে ০৩ ১৮:২২:৫৪
নীলফামারীতে প্রধানমন্ত্রীর ইফতারের ৫০০ টাকা বিতরণ শুরু

নীলফামারী প্রতিনিধি : পবিত্র মাহে রমজানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ইফতার বাবদ ৫০০ টাকা বিতরণ শুরু হয়েছে নীলফামারীতে।

সোমবার দুপুরে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এলিনা আকতারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, নারী ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান এতে বক্তব্য দেন । স্বাগত বক্তব্য দেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, সদরের ১৫টি ইউনিয়নে ইউনিয়ন প্রতি ৫’শ জন করে ৫’শ টাকা হারে ৩৭লাখ টাকা ৫০ হাজার টাকা প্রদান করা হচ্ছে। নগদ এই টাকা পাবেন সুবিধাভোগীরা।

জেলা প্রশাসক কার্যালয়ের ত্রাণ শাখা সুত্র জানায়, জেলার ৬০টি ইউনিয়ন এবং চারটি পৌরসভায় ১ কোটি ৫৬লাখ ৫০ হাজার টাকা দেয়া হচ্ছে। যা ৩১হাজার ৩’শ জন দরিদ্র মানুষ পাবেন।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন জানান, ৬০টি ইউনিয়নে ৫’শ জনকে ৩০হাজার এবং চার পৌরসভার মধ্যে নীলফামারী ও সৈয়দপুর ৪’শ জন করে, জলঢাকা ৩’শ জন এবং ডোমারে ২’শ জন ৫’শ জনকে ৫’শ করে টাকা দেয়া হবে।

(কে/এসপি/মে ০৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test