E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জয়পুরহাটে যুদ্ধাপরাধী আলীমের দাফন সোমবার

২০১৪ আগস্ট ৩১ ০৯:২৬:৫৯
জয়পুরহাটে যুদ্ধাপরাধী আলীমের দাফন সোমবার

জয়পুরহাট প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে সোমবার বাদজোহর জয়পুরহাটের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শনিবার রাতে আব্দুল আলীমের ছেলে ফয়সল আলীমের ব্যক্তিগত সহকারী (পিএস) হাসিনুর ইসলাম তপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকাল ১০টায় ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে। এরপর এদিন বাদআসর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এরপর লাশ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরদিন সোমবার তার মরদেহ জয়পুরহাটে গ্রামের বাড়িতে পৌঁছালে ওই দিন বাদজোহর জয়পুরহাট স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর থানা রোডস্থ পারিবারিক কবরস্থানে আব্দুল আলীমের মরদেহ দাফন করা হবে বলে জানান তপু।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আব্দুল আলীম মারা যান।

(ওএস/এইচআর/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test