E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার উদ্বোধন

২০১৪ আগস্ট ৩১ ১১:০৫:৪৭
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাজী আজিমউদ্দিন কলেজের নির্মাণাধীন শহীদ আহসান উল্লাহ মাস্টার ভবনের দোতলায় আর্কাইভস ৭১ এর উদ্যোগে শনিবার সন্ধ্যায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ ওয়াজউদ্দিন মিয়া, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোঃ সাইফুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদ ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, কাজী আজিমউদ্দিন কলেজের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান নাহিদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আলতাফ হোসেন।

‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার উদ্বোধন কালে প্রধান অতিথি মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, এই সফওয়্যারের মাধ্যমে আজকের প্রজন্ম বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের ধারণা অনুধাবন করে সোনার বাংলা বিনির্মাণে এগিয়ে আসবে। তিনি আরো বলেন, জাতীয় শ্বিবিদ্যালয়ের অধীনে অনার্স কোর্সের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিষয়ের প্রথম বর্ষের সকল শিক্ষার্থীরা এই সফটওয়্যারটি ডিজিটাল পুস্তক ও ই-বুক হিসাবে ব্যবহার করতে পারবে। এই ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যার তৈরির পেছনে কাজী আজিমউদ্দিন কলেজের একদল ছাত্র-ছাত্রী যে অবদান রেখেছে তাদেরকে মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ধন্যবাদ জানান। উদ্বোধনের পর ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে মাল্টিমিডিয়া ইন্টারঅ্যাকটিভ সফটওয়্যারটি বড় পর্দায় প্রদর্শিত হয়।

(এমবি/এইচআর/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test