E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় পুরুষ শূন্য বাড়িতে মহিলাদের উপর হামলা, তিন পুরুষ গ্রেপ্তার

২০২১ মে ০৫ ১৮:০৪:৪৪
সাতক্ষীরায় পুরুষ শূন্য বাড়িতে মহিলাদের উপর হামলা, তিন পুরুষ গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : থানায় অভিযোগকারিকে না পেয়ে পুরুষ শূন্য বাড়িতে মহিলাদের উপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়া হামলাকারি মুক্তি পেয়েই তার দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে সাতক্ষীরা সদরের তুজুলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে নুরুল আমিন (৭২), একই গ্রামের আরুজ মোড়লের ছেলে রেজাউল করিম (৪৫) ও মোহাম্মদ আমিন সরদারের ছেলে ছিদ্দিক সরদার (৫২)।

গ্রেপ্তারকৃত নুরুল আমিন জানান, তাদের প্রতিবেশি আফতার মোল্লার ছেলে মহরম আলী মোল্লার সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সোমবার সন্ধ্যায় বাড়িতে কোন পুরুষ সদস্য না থাকার সূযোগে তাদের বাড়ির সামনে আসিয়া মহিলাদের উদ্দেশ্য করিয়া মহরম মোল্লা গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় মহরম বাড়ির মধ্যে ঢুকে মেয়ে সুফিয়া, পুত্রবধু হোসেনে আরা খাতুন ও ভাবী মাহমুদা খাতুনকে কিল, চড় ও ঘুষি মেরে আহত করে। খবর পেয়ে কয়েকজন নারী ছুঁটে এসে মহরমকে ঘিরে ফেলে। কিছুক্ষণ পর একই গ্রামের আবু তালেবের ছেলে মনিরুল ইসলাম গ্রাম্য শালিসে মীমাংসার কথা বলে মহরমকে নিয়ে যায়। আহত সুফিয়া, হোসনে আরা ও মাহমুদাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনি মহরমের বিরুদ্ধে মঙ্গলবার থানায় ১৮৮ নং সাধারণ ডায়েরী করেন।

নুরুল আমিন আরো জানান,মহরমের কাছ থেকে অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে সদর থানার উপপরিদর্শক শিমুল হালদার ঘটনাস্থল থেকে ঘুরে যান। অথচ সন্ধ্যার পর উপপরিদর্শক হাসানুজ্জামান কোন কথা জিজ্ঞাসা না করেই তাকেসহ রেজাউল করিম ও ছিদ্দিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। বুধবার দুপুর দু’টার দিকে তাদেরকে মহরম হোসেনের উপর হামলা ও হত্যার চেষ্টার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার উপপরিদর্শক শিমুল হালদার জানান, সন্ধ্যার পরে আসেন, সাক্ষাতে কথা বলা যাবে।

উপপরিদর্শক হাসানুজ্জামান বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার নব নিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেনের সঙ্গে বুধবার বিকেলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

(আরকে/এসপি/মে ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test