E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আত্রাই নদীর শিমুলতলী সেতুর এ্যাপ্রোচ সড়কে ধ্বস

২০১৪ আগস্ট ৩১ ১২:২৪:১৩
আত্রাই নদীর শিমুলতলী সেতুর এ্যাপ্রোচ সড়কে ধ্বস

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সীমান্তবর্তী ধামইরহাট উপজেলার শিমুলতলীতে আত্রাই নদীর ওপর নব নির্মিত ‘হযরত তকিউদ্দীন সেতু’র পূর্বাংশের এ্যাপ্রোচ সড়কটিতে ধ্বস নেমেছে। সেখানে বড় ধরণের গর্তের সৃষ্টি হওয়ায় যে কোন সময়  মারাত্বক দূর্ঘটনা ঘটার আশংকা দেখা দিয়েছে।

গত বছর নভেম্বর মাসে ধামইরহাট উপজেলার শিমুলতলীতে আত্রাই নদীর ওপর নবনির্মিত এই সেতুটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। উদ্বোধনের পর পরই সেতুটি সর্ব সাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হয়। মুল সেতুতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও সেতুর দুই পার্শে এ্যাপ্রোচ সড়কে বৃষ্টির পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায়, ওই সেতুর পুর্ব পাশের এ্যাপ্রোস সড়ক ধসে বড় ধরণের গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যে কোন মুহুর্তে বড় ধরণের দূর্ঘটনা ঘটার আশংঙ্কা রয়েছে।
এ বিষয়ে নওগাঁ এলজিডির নির্বাহী প্রকৌশলী এসকে দাস গনমাধ্যমকে জানান, নির্মানকারী ঠিকাদারকে ধ্বসে যাওয়া এ্যাপ্রোস মেরামত করার নির্দেশনা দেয়া হয়েছে এবং অতি দ্রুত সেতুর এ্যাপ্রোস সড়ক মেরামত করা হবে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রাথমিক ভাবে ঠিকাদারী প্রতিষ্ঠান ওই সড়কটির মেরামতের ব্যবস্থা নেয়া হয়নি। পরে নওগাঁর নির্বাহী প্রকৌশলী চাপ দিলে ঠিকাদারী প্রতিষ্ঠানের টনক নড়ে। ঠিকাদারদের অবহেলার কারণে জনদুর্ভোগ যাতে না হয়, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এলাকার জনসাধারণের দুর্ভোগ নিরসনের পদক্ষেপ নেয়া জরুরী বলে স্থানীয় লোকজন দাবী করেছেন।
(বিএম/এইচআর/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test