E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসহায় বিধবাকে মারপিট করে বাড়ি ছাড়া করেছে স্বজনেরা!

২০২১ মে ০৭ ১৬:০৬:২২
অসহায় বিধবাকে মারপিট করে বাড়ি ছাড়া করেছে স্বজনেরা!

আবুল কালাম আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরের অসহায় বিধবা  বৃদ্ধা সাবিত্রী দত্ত (৬৫) কে মারপিট করে বাড়ি ছাড়া করেছে তার স্বজনরা।সাবিত্রী ওই গ্রামের মৃত অতুল দত্তের সহধর্মিণী। যদিও বাবা মারা যাবার পর ওই বৃদ্ধার দু’টি ছেলেই হয়েছেন নিরুদ্দেশ। ফলে এ বাড়ী ও বাড়ী থেকে চেয়ে চিন্তে কোন রকমে জীবিকা নির্বাহ করছেন ওই বৃদ্ধা।

গত বৃহস্পতিবার সকালে মারপিট করে বাড়ী ছাড়া করেছে বলে দাবী করেছেন সাবিত্রী।

সাবিত্রী জানান, প্রায় ১৫ বছর আগে তার স্বামী মারা গেছে। স্বামীর মৃত্যুর পর ছেলে অপু দত্ত ও সনু দত্ত নিরুদ্দেশ হয়। এর পর থেকে স্বামীর ভিটায় থাকা ঘরে বসবাস করে আসছেন তিনি। যদিও ছেলেরা না থাকা তার সরিক রবি দত্ত ও মনোতোষ দত্ত এবং তাদের পরিবারের সদস্যরা তাকে নানা রকম অত্যাচার শুরু করে। এক পর্যায়ে তিনি প্রতিবেশির বাড়ীতে আশ্রয় নেন এবং মাঝে মধ্যে বাড়ীতেও থাকেন। খাওয়া-দাওয়া করেন তিনি চেয়ে চিন্তে। এরই মাঝে বৃহস্পতিবার সকালে ওই সব সরিকরা তাকে উচ্ছেদ করতে তা উপর হামলা, মারপিট এবং স্বামীর নিবাস ঘরটি ভাংচুর করে।

বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সাবিত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং নিরাপদ দুরবর্তি এলাকায় তাকে রেখে আসেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান ও বিচার দাবী করেন। তিনি আরো বলেন, একজন অসহায় বৃদ্ধাকে এভাবে মারপিট করে স্বামীর ভিটা থেকে বের করে দেয়াটা অন্যায়।

সরিক রবি দত্তের ছেলে রাজু দত্ত জানান, সাবিত্রী ওই বাড়ীর মধ্যে জমি পাবেন। তবে যেখানে তাদের ঘর রয়েছে সেই জায়গাটা তাদের। তবে তারা সাবিত্রীকে মারপিট করেন নি এবং তার ঘরও ভাঙ্গেন নি। ঘর বাতাসে পরে গেছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই ঘটনায় থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

(একে/এসপি/মে ০৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test