E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জের বন্দরে গাঁজা-ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

২০২১ মে ১০ ১৩:২৭:১৫
নারায়ণগঞ্জের বন্দরে গাঁজা-ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বন্দর থানার মদনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ মহিন উদ্দিন (২৭) , মোঃ কাইয়ুম হোসেন (২২)। রবিবার ৯ মে রাত পৌনে ৮ টায় তাদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৩৯৯ বোতল ফেন্সিডিল, ১ কেজি গাঁজা, মাদক বিক্রিয় নগদ ৬ হাজার ৮শত ৫০ টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর সিনিঃ এএসপি প্রণব কুমার ( সিপিএসসি, আদমজীনগর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোয়াগাজী জগপুর এলাকায়। গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। জিজ্ঞাসাবাদে তারা আরোও জানায় যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে বিশেষ কৌশলে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং তা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

(এ/এসপি/মে ১০, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test