E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ৫ দফা দাবিতে রেলপথ অবরোধ

২০১৪ আগস্ট ৩১ ১৭:১০:৪১
গৌরীপুরে ৫ দফা দাবিতে রেলপথ অবরোধ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনকে রি-মডেল করে আধুনিকায়ন করা, চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন, জারিয়া থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন, হাওর এক্সপ্রেক্সে বগি বৃদ্ধি ও গৌরীপুরের জন্য ২শ আসন বরাদ্দ, স্টেশনের অনিয়ম-দুর্নীতি বন্ধ ও যাত্রীদের নিরাপত্তা বিধানসহ ৫দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালন করে।

অবরোধের কারণে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন, ময়মনসিংহগামী জারিয়া ট্রেন, ভৈরবগামী ৩টি ট্রেন আটকা পড়ে। দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করা হয়।

গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পাটির সাবেক সভাপতি নুর মোহাম্মদ ফকির, ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছ, পৌর ১নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার চন্দ, সতিশা যুব ও কিশোর সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রইছ উদ্দিন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান ফকির, হারুন আল বারী, চট্টগ্রামের নিয়মিত যাত্রী অলি উল্লাহ, রিপোটার্স ক্লাবের সভাপতি মো. মজিবুর রহমান, সাংবাদিক হুমায়ূন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমিন, মশিউর রহমান কাউছার, ছাত্রনেতা ওবায়দুর রহমান, কামাল হোসেন প্রমুখ।

(এসআইএম/এএস/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test