E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশী যুবতীকে ফেরত

২০১৪ আগস্ট ৩১ ১৭:১৪:৪৭
চুয়াডাঙ্গা সীমান্তে বাংলাদেশী যুবতীকে ফেরত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে নাজমা আক্তার (২১) নামের এক যুবতিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। ফেরত আসা নাজমা আক্তার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধুপছড়ি গ্রামের মৃত মোফাজ্জেল আহম্মেদের মেয়ে। রবিবার দুপুর দেড়টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মহসিন আলী জানান, রবিবার দুপুরে জয়নগর চেকপোস্ট সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ-বিজিবির কাছে নাজমা আক্তারকে ফেরত দেয়। এসময় উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মহসিন আলী, চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ এস কে মাহাবুব হোসেন। ভারতের পক্ষে ছিলেন গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানী কামান্ডার ইন্সপেকটর ডি. আর. থাপা, এসআই রবি চৌহান প্রমুখ।

সুবেদার মহসিন আলী আরো জানান, গত ২০১৩ সালের ১৯ মার্চ তারিখে উখিয়া উপজেলার টেকনাফ গ্রামের ইসলাম আলী ও তার স্ত্রী খালেদা বেগম পার্শ্ববর্তী উপজেলার ধুপছড়ি গ্রামের নাজমা আক্তারকে ফুসলিয়ে চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে বেনাপোল সীমান্ত দিয়ে পাচার করে ভারতের নয়াদিল্লিতে নিয়ে যায়। ঘটনার পনের দিন পর পতিতালয়ে ৭০ হাজার টাকায় বিক্রি করার সময় পুলিশ নাজমা আক্তারকে উদ্ধার করে। এসময় পাচারকারীরা পালিয়ে যায়। এরপর থেকে তাকে ভারতের নয়াদিল্লি সেফ হোমে তাকে রাখা হয়। দীর্ঘ দেড় বছর পর নাজমা আক্তারের পরিবারের সদস্যরা খবর পেয়ে বাংলাদেশ হাইকমিশনারের মাধ্যমে বিষয়টি ভারতীয় হাইকমিশনকে অবহিত করান। পরে দু’দেশের মধ্যে আলোচনা শেষে রবিবার বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয় নাজমা আক্তারকে।

(জেএ/এএস/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test