E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে বাঘের থাবায় মৌয়ালের মৃত্যু 

২০২১ মে ১৬ ১৫:১৪:০৬
সুন্দরবনে বাঘের থাবায় মৌয়ালের মৃত্যু 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মৌয়াল বাবা ইসলাম সরদারকে বাঘে খাওয়ার ৭ বছরের মাথায় এবার একই স্থানে মানুষখেকোর থাবায় প্রান হারিয়েছেন ছেলে রেজাউল ইসলাম(৩৫)। শুক্রবার ঈদের দিন সন্ধ্যার কিছু আগে এ ঘটনা ঘটে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায়। নিহত রেজাউল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের ইসলাম সরদারের ছেলে। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বাঘের থাবায় রেজাউলের নিহত হবার ঘটনা নিশ্চিত করে বলেন, গত ৮ মে রেজাউল ও তার সঙ্গীরা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস(অনুমতি) নিয়ে সুন্দরবনে মৌচাক ভাংতে যায়। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ তালপট্টি এলাকায় মধু সংগ্রহ শেষে তিনি যখন নৌকায় উঠছিলেন ঠিক তখনই একটি মানুষখেকো বাঘ দ্রুতবেগে ছুটে এসে হামলা করে তার ঘাড়ের টুটি চেপে ধরে। মূহুর্তের মধ্যে তার আতংকিত সঙ্গীরা তাকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। বাঘটি রেজাউলকে টেনেহেঁচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানে তার দেহে কামড় বসানো শুরু করলে সঙ্গীরা বাঘটিকে তাড়া করে। পরে বাঘটি রেজাউলের মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়।

সহকারী বন সংরক্ষক আরও জানান, রেজাউলের মরদেহ নিয়ে শুক্রবার রাতেই সঙ্গীরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তার লাশ পৌছায় চকবারা গ্রামে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।
নিহত রেজাউলের স্ত্রী মুর্শিদা খাতুন জানান, ২০১৪ সালে তার শ^শুর ইসলাম সরদারকে একই স্থানে বাঘ হামলা করে। এতে তিনি প্রান হারান।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে বাঘের থাবায় ৫ জন প্রান হারিয়েছেন।

(আরকে/এসপি/মে ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test