E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামনগরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসী আলীম গ্রেপ্তার

২০২১ মে ১৬ ১৫:২২:৪২
শ্যামনগরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসী আলীম গ্রেপ্তার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর উপাজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা গ্রামে দু’টি বাড়ি, রাস মন্দির, শীতলা মন্দির ও প্রতিমা ভাঙচুরসহ ১১জনকে পিটিয়ে ও কুপিয়ে জখমের ঘটনায় পুলিশ সন্ত্রাসী আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে তার নিজ বাড়ি শ্যামনগরের বংশীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার বাবার নাম বক্কর গাজী।

শ্যামনগর থানার উপপরিদর্শক রিপন মল্লিক জানান, গত ১৩ এপ্রিল উপজেলার কদমতলায় নগেন বাউলিয়া ও সুভাষ বাউলিয়ার বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটসহ ১১জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পাশপাশি রাসমন্দির ও শীতলা প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় গোবিন্দ বাউলিয়া বাদি হয়ে আকবর পাড়সহ ১১জনের নাম উল্লেখ করে ৫০ জন অজ্হাতনামার নামে মামলা করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত আসামী আব্দুল আলিমকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ মামলায় বংশীপুরের ইউসুফ গাজী ও জমাত গাজীকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, আগামি ইউপি নির্বাচনে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্ভাব্য নতুন প্রার্থী হরিদাস হালদারের পক্ষে ভোট দিতে পারে এমন আশঙ্কায় ৭ এপ্রিল পুজা মণ্ডপের পাশে একটি মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে ১৩ এপ্রিল স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লেিগর সভাপতি আকবর আলী পাড়ের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

(আরকে/এসপি/মে ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test