E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে ৫২ পলি গলদা রেনুসহ ৩ চোরাকারবারি আটক

২০২১ মে ১৬ ১৬:২৩:১১
কালীগঞ্জে ৫২ পলি গলদা রেনুসহ ৩ চোরাকারবারি আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : অবৈধপথে ভারত থেকে নিয়ে আসা প্রাইভেটকার ভর্তি ৫২ পলি গলদার রেনু পোনাসহ তিন পাচারকারিকে আটক করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী রতনপুর বাজার থেকে এসব আটক করা হয়।

আটককৃতরা হলেন, দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের ছেলে প্রাইভেটকার চালক মিল্টন হোসেন (২৮), একই উপজেলার নাংলা গ্রামের জামাল উদ্দীন তরফদারের ছেলে বিএনপি নেতা ও জলিল হ্যাচারীতে অগ্নিসংযোগ মামলার অন্যতম আসামী রবিউল ইসলাম তরফদার (৩৫) ও একই গ্রামের জিয়াদ আলী মিস্ত্রির ছেলে আদর আলী (৪৭)।

রতনপুর বাজারের ব্যবসায়ি আবুল কালাম, শাহ আলমসহ কয়েকজন জানান, একটি পাচারকারি চক্র দীর্ঘদিন ধরে কালীগঞ্জের বাঁশঝাড়িয়া সীমান্ত দিয়ে অবৈধপথে আমদানি নিষিদ্ধ গলদা রেনু নিয়ে এসে কুলিয়া, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলো। এরই অংশ হিসেবে রোববার ভোর সাড়ে চারটার দিকে বাঁশঝাড়িয়া থেকে কালীগঞ্জগামী গলদা রেনুপোনা ভর্তি ঢাকা মেট্রো-গ-১১-৩৫৬৩ নম্বর প্রাইভেটকার আটক করেন তারা। খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক তরুন সরকারের নেতৃত্বে পুলিশ এসে ওই প্রাইভেটকারে থাকা তিনজন পাচারকারিকে আটক করেন। গাড়ির মধ্যে পাওয়া যায় ৫২ পলি গলদার রেনু পোনা।

কালিগঞ্জ থানার উপপরিদর্শক তরুন সরকার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমান আদালতের ম্যাধমে আটককৃত তিন চোরাচালানীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। একইসাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি বাজেয়াপ্ত ঘোষনা করেন। আটককৃত গলদা রেনুপোনার আনুমানিক মুল্য ১০ লাখ টাকা টাকা। পরে গলদার রেনু পোনাগুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোস্তফার উপস্থিতিতে কাঁকশিয়ালী নদীতে অবমুক্ত করা হয়। এক লাখ টাকা পরিশোধ করে তিনজন আসামী মুক্তি পেয়েছেন।

প্রসঙ্গত গত ৭ মে ভোর চারটার দিকে একই সীমান্ত দিয়ে একই প্রাইভেটকারে পাচারের সময় ১৬ প্যাকেট গলদার রেনুসহ উপরোক্ত পাচারকারি মিল্টন হোসেন, রবিউল ইসলাম তরফদারসহ তিনজনকে আটক করে স্থানীয় জনতা। এরপরপরই ০১৮৩৫-০১৭৪২৯ সিম থেকে নিজেকে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম পরিচয়ে উচ্ছেপোতা গ্রামের রবিউল ইসলামের ০১৯৪৯-২৪০৩৪৭ নম্বর মুঠে ফোনে ফোন করে রেনু পোনা তার বলে গাড়ি ছেড়ে দিতে বলেন। যদিও ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের এক লাখ টাকা জরিমানা করা হয়। ছেড়ে দেওয়া হয় প্রাইভেটকার ও মোটর সাইকেল।

(আরকে/এসপি/মে ১৬, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test