E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে রাতের আঁধারে ১৬৭টি ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা 

২০২১ মে ১৬ ১৭:০২:৫৭
ঈশ্বরদীতে রাতের আঁধারে ১৬৭টি ফলের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে জোয়াদ্দার মৎস্য ও কৃষি খামারে রাতের আধাঁরে দুর্বৃত্তরা ১৬৭টি  আম, মালটা, সুপারি, কলা গাছ  কেটে দিয়েছে । শনিবার (১৫ মে) গভীর রাতে  উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলাচারা গ্রামে রেললাইনের পাশে জোয়াদ্দার মৎস্য ও কৃষি খামারে ফলের গাছ কাটার ঘটনা ঘটে।  

খামার মালিক তালেব জোয়াদ্দার রবিবার (১৬ মে) ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন।

তালেব জোয়াদ্দার জানান, দুবলাচারা গ্রামে তাঁর নিজস্ব জমিতে তিনি মৎস্য ও কৃষি খামার গড়ে তুলেছেন। এখানে তিনটি পুকুর, ফলের বাগান ও সবজির আবাদ করেন। ১৫ মে রাত ৯টায় খামারের নৈশ প্রহরী মতিন ছুটি নিয়ে বাড়িতে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা খামারে ঢুকে ফলের ১৬৭টি গাছ কেটে দেয়। বেশির ভাগ গাছেই ফল ধরে ছিল। তিনি আশংকা প্রকাশ করে বলেন, আমার তিন পুকুরে লাখ লাখ টাকার মাছ রয়েছে। দূর্বৃত্তরা মাছে ক্ষতি করতে পারে। এজন্য দূর্বৃত্তদের চিহিৃত করে আইনে আওতায় আনা জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

তালেব জোয়াদ্দার আরো জানান, ফলের গাছ কাটার ঘটনা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে জানানো হয়েছে। পুলিশ সরেজমিনে ঘটনাস্থল এসে পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।

(এসকেকে/এসপি/মে ১৬, ২০২১)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test