E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা, প্রতিবাদে সড়ক অবরোধ

২০১৪ আগস্ট ৩১ ১৮:১০:১১
শেরপুরে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা, প্রতিবাদে সড়ক অবরোধ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা শহরের গোয়ালপট্টি এলাকায় দুই প্রসিদ্ধ মিষ্টির দোকানে ৩১ আগষ্ট রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় লাইসেন্স না থাকায় এবং খোলা ও নোংরা পরিবেশে মিষ্টি বানানোর অপরাধে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিষ্টি ব্যবসায়ী প্রেমানন্দ গ্র্যান্ড সন্স এবং চারু সুইটসকে ২৯ হাজার টাকা আর্থিক জরিমানা করে। ওই ঘটনার প্রতিবাদে মিষ্টি ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ব্যবসায়ীদের অভিযোগ, কোন কারণ ছাড়াই ওই দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। তাদের অভিযোগ নিরীহ পেয়ে মাঝে মধ্যেই কোন কারণ ছাড়াই তাদেরকে জরিমানা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তসলিমা নূর হোসেন ওই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই প্রেমানন্দ গ্র্যান্ড সন্স দধি বানাচ্ছিল। এ ছাড়াও নোংরা কাপড়-চোপড় পড়ে কোন রকম গ্ল¬াভস ছাড়া ময়লা হাতে মিষ্টি বানাচ্ছিল কারিগররা। মিষ্টির গামলায় মৌমাছি ও মাছি ছিল। ওইসব অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে চারু সুইটসে খোলা জায়গায় মিষ্টি রাখায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করায় তাদের ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, আইন দ্বারা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এখানে কোন অনুরাগ-বিরাগ বা পক্ষপাতিত্ব করার সুযোগ নেই।

(এইচবি/এএস/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test