E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে আ. লীগ নেতার গোডাউন থেকে ২৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

২০২১ মে ১৮ ১৫:২০:০৩
ঠাকুরগাঁওয়ে আ. লীগ নেতার গোডাউন থেকে ২৪০ বস্তা সরকারি চাল উদ্ধার

আহমেদ ইসমাম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আটঘরিয়া থেকে সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের তিনশ বস্তা চাল উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ।

চাল মজুদ করা গোডাউনটি স্থানীয় আওয়ামী লীগ নেতা ইদ্রিস আলীর। তিনি গেদুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন খাদ্য রেশনের ডিলার।

ডিবি পুলিশ রবিবার সন্ধা থেকে গভিররাত পর্যন্ত অভিযান চালিয়ে এই চাল উদ্ধার করা হয়। সাথে হাতেনাতে প্রথম আসামী আবু কালামকে আটক করে ডিবি পুলিশ।

এ ঘটনায় সোমবার হরিপুর থানায় ইদ্রিস আলীকে ২য় আসামী করে পাচ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আওরংগ জের।

পালাতক আসামীরা হলেন ইদ্রিস আলী, রেজাবুল, কুরবান আলী সহ অজ্ঞাত নামা চার পাচজনের নামে মামলা করা হয়েছে।

সরেজমিনের গিয়ে দেখা যায়, রবিবার রাত এগারোটার দিকে গোডাউনের তালা ভেংে প্রবেশ করে ডিবি পুলিশ। এ সময় গোডাউনটির এক কোনায় মোটা পলেথিন ও বস্থা দিয়ে ঢেকে রাখা হয়েছিল ৩০ কেজির সরকারি বস্থায় মজুদ করা প্রায় ৫০টি চালের বস্থা। ডিবি পুলিশ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে নিশ্চিত হয় যে এটি ১০ টাকা কেজি দরের চালের বস্থা।

সুত্র জানায়, ট্রাকে উঠানো ৫০ কেজির দুইশ বস্থার মধ্যে এখান থেকেই প্রাত একশ বস্থা উঠানো হয়। বাকি চাল অন্যান্য জায়গা থেকে তোলা হয়। এখানে তিন মাস ধরে চাল মজুদ করা হয়েছে। এই চালের বেশির ভাগ নামে বে নামে রেশনের কার্ড থেকে সংগ্রহ করে এখানে মজুদ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাবেরুল হক বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাকি আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চলবে।

(আই/এসপি/মে ১৮, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test