E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৪ ঘন্টার মধ্যে রোজিনা কারামুক্ত না হলে স্বেচ্ছায় কারাবরণসহ কঠোর আন্দোলনের ঘোষণা

২০২১ মে ১৯ ১৬:০৪:৩৮
২৪ ঘন্টার মধ্যে রোজিনা কারামুক্ত না হলে স্বেচ্ছায় কারাবরণসহ কঠোর আন্দোলনের ঘোষণা

আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিক রোজিনা কারামুক্ত না হলে স্বেচ্ছায় কারাবরণ সহ আরও কঠোর আন্দোলনে যাবার ঘোষণা দেন গাজীপুরের সাংবাদিক নেতৃবৃন্দ।

বুধবার (১৯ মে) সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা প্রতিবাদ সভা, মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুর প্রেসক্লাব ও গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব যৌথভাবে এ কর্মসূচির পালন করা হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁকে অবিলম্বে মুক্তির দাবি জানান। ২৪ ঘন্টার মধ্যে তাঁকে কারামুক্ত করা না হলে স্বেচ্ছায় কারাবরণ সহ আরও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রী বরাবর বিভিন্ন দাবিতে এক স্মারকলিপি জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের কাছে পেশ করেন। এ কর্মসূচিতে শতাধিক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক, আলমগীর হোসেন, রাহিম সরকার, সৈয়দ মোকছেদুল আলম, মীর ফারুক, এম এ ফরিদ, মাসুদ রানা, মাহমুদা সিকদার প্রমুখ।

(এস/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test