E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ভারত ফেরত ১৪২ যাত্রীর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত

২০২১ মে ১৯ ১৮:৩২:১৭
সাতক্ষীরায় ভারত ফেরত ১৪২ যাত্রীর মধ্যে ১১ জনের করোনা শনাক্ত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রথম দফায় সাতক্ষীরায় আসা ১৪২ জন বাংলাদেশী নাগরিকের নমুনা পরিক্ষা শেষে ১১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদের সাতক্ষীরা শহরের ৪টি আবাসিক হোটেল থেকে বিশেষ ব্যবস্থাপনায় দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়েছে। তাদের সবারই বাড়ি সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায়। এছাড়া করোনা নেগেটিভ আসা ১৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে দেশে ফেরা প্রথম দফায় সাতক্ষীরা আনা ১৪২ জন পাসপোর্ট ধারি বাংলাদেশী নাগরিকরে নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয়েছে তাদের ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরো জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে । সেখান থেকে রিপোর্ট আসলে তাদের ভেরিয়েন্ট সংক্রমন হয়েছে কি না তা জানা যাবে। এছাড়া করোনা নেগেটিভ আসা ১৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা ছাড়পত্র নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরছেন।

সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, গত ৫ মে বুধবার সন্ধ্যায় প্রথম দফায় ভারত থেকে প্রত্যাগত বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে। তিনি জেলার সকলকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।

তিনি আরো জানান, জেলায় ভারত থেকে দেশে ফিরে আসা দুই দফায় মোট ৩০০ জন পাসপোর্ট যাত্রী বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।

এদিকে, ভারতে মহামারি করোনার ভেরিয়েন্ট সংক্রমন বৃদ্ধি পাওয়ার সে দেশ থেকে দেশে ফিরে আসা পাসপোর্ট যাত্রীদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার খবরে আতংকিত হয়ে পড়েছেন জেলার সাধারণ মানুষ।

(আরকে/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test