E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টঙ্গীতে শিশু গৃহ পরিচারিকাকে নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

২০২১ মে ১৯ ২৩:১৫:৫৩
টঙ্গীতে শিশু গৃহ পরিচারিকাকে নির্যাতন, স্বামী-স্ত্রী আটক

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : মিম নামের মাত্র ৯ বছরের একটি শিশুর মা ব্রেন স্ট্রোকে ভারসাম্যহীন হয়ে যায়। নোয়াখালী জেলার বজরা সোনাইমুড়ি থানার রাজারামপুর গ্রামের দরিদ্র পিতা আনিস অসহায় হয়ে একই এলাকার নিকট পরিচিত সালাউদ্দিনের মাধ্যমে তার মেয়েকে ঘরের দেখভাল করে লেখাপড়া করানোর আশ্বাস পেলে গাজিপুর মহানগরের টঙ্গীর মিল গেট এলাকার আবু শাকেরের বাড়ির ভারাটিয়া দেলোয়ারের বাসায় পাঠায়। লেখাপড়া তো দূর ! 

ট্রান্সপোর্ট ব্যবসায়ী দেলোয়ার ও তার স্ত্রী জেসমিন এবং তাদের মেয়ে ৮ম শ্রেনী পড়ুয়া সাইমা দীর্ঘ এক বছর তিনমাস ধরে সেই মিম নামের শিশু মেয়েটির উপড় পাশবিক নির্যাতন চালিয়ে আসছিলো। মেয়েটিকে তার পিতা বা আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলতেও দিত না। দেলোয়ার ও তার স্ত্রী শিশুটিকে পিটিয়ে দাঁত ভেঙে দেয়, চোখে মারাত্মক আঘাত করে, উপর্যপুরি কিল ঘুষিতে কোমর ও পাঁজরে আঘাত করে এবং শিশুটির গোপন অঙ্গে পর্যন্ত মরিচ লাগিয়ে দেয়।

বর্নণাতীত নির্যাতনে মেয়েটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে সেই সালাউদ্দিনের মাধ্যমে গত রবিবার মাইক্রোবাসে করে দ্রুত গ্রামে পাঠিয়ে দেয়। নির্যাতিত মেয়েটিকে নিয়ে তার বাবা সোনাইমুড়ি থানায় গেলে থানার ওসি টিএনও’কে বিষয়টি জানালে তাকে দ্রুত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমকে অবহিত করে যাতায়াতসহ সমস্ত খরচ দিয়ে আইনি ব্যবস্থা গ্রগণের জন্য পাঠিয়ে দেয়।

সোমবার টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম অভিযোগ পাওয়ার সাথে সাথেই এসআই উত্তম কুমার ধর ও সঙ্গীয় ফোর্স পাঠিয়ে সকাল ১১ টায় নির্যাতনকারী দেলোয়ার ও তার স্ত্রী জেসমিনকে আটক করে এবং স্থানীয় কোনো তদবির না শুনে শিশু নির্যাতন মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

(জে/এসপি/মে ১৯, ২০২১)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test