E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে টঙ্গী প্রেসক্লাবের মানববন্ধন

২০২১ মে ২০ ১৭:২৬:৫৪
সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে টঙ্গী প্রেসক্লাবের মানববন্ধন

জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী (গাজীপুর) : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে টঙ্গী প্রেসক্লাব। 

গাজীপুর মহানগরের চেরাগ আলীতে ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকারের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ হাসান মামুনের সঞ্চালনায় বৃহস্পতিবার সকাল ১১ টায় এই কর্মসূচী পালিত হয়।

প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অসংখ্য সাংবাদিক ও শুভাকাংক্ষীগণের উপস্থিতিতে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সভাপতি ও দৈনিক মানবজমিন স্টাফ রিপোর্টার হায়দার সরকার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, সৈয়দ আতিক, দৈনিক জনকন্ঠের প্রতিনিধি নুরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিন সরকার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক পুলক ঘটক, টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম শহিদুল হক, টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সদস্য মাসুদ সরকার, দৈনিক আমাদের সময় প্রতিনিধি শাহজাহান শোভন, দৈনিক বাংলা ৭১ প্রতিনিধি জসিম উদ্দিন জুয়েল, দৈনিক খবরপত্র প্রতিনিধি বশির আলম।

বক্তারা বলেন, অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলাম সরকারের উন্নয়নের অগ্রযাত্রার প্রতিবন্ধকতা তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য তুলে ধরে তিনি সরকারের দৃষ্টি আকর্ষন সহ জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করেন। দেশের স্বাধীনতা ও সার্ব ভৌমত্ব এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে তথ্য সংগ্রহ করলে যদি তথ্য চোর বলা হয় তবে আমরা তাই।

দৈনিক বাংলা ৭১ প্রতিনিধি বলেন, আমরা সরকারকে সবিনয়ে বলছি করোনা মহামারীতে সাংবাদিকগণ যদি তথ্য সেবা দিয়ে থাকেন, যদি হেফাজতের ডাকা হরতালের সহিংসতা, দূর্যোগসহ বহুবিদ ভাবে জীবনের ঝুঁকি নিয়ে সরকার, জনগণসহ রাষ্ট্রকে তথ্য সেবা দিয়ে থাকেন তবে খ্যাতনামা সাংবাদিক রোজিনা ইসলাম হলেন তার প্রথম সারির কলম যোদ্ধা।

মুক্তিযোদ্ধা ও সাবেক সভাপতি গণ সাংবাদিকদের সাথে সরকারের দূরত্ব তৈরি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁদে ফেলতে ষড়যন্ত্র হচ্ছে কিনা ভাবতে আহবান জানান।

প্রতিবাদ সভা শেষে সংক্ষিপ্ত মানববন্ধনে টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার বলেন, রোজিনা ইসলামকে আটক করে কুচক্রী মহল সংবাদপত্র ও সাংবাদিকদের কন্ঠরোধ করার বার্তা দিয়ে সরকারকেই ক্ষতিগ্রস্থ করতে চাচ্ছে। রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি প্রদানের অঙ্গীকার করে আজকের সভা সমাপ্ত ঘোষণা করা হয়।

(জে/এসপি/মে ২০, ২০২১)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test