E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাশিমপুর কারা ফটকের সামনে স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে অবস্থান কর্মসূচি

২০২১ মে ২০ ১৯:০০:১৫
কাশিমপুর কারা ফটকের সামনে স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার, গাজীপুর : দৈনিক প্রথম আলো’র জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের জামিন ও মুক্তির অপক্ষোয় বৃহস্পতিবার সকাল থেকেই জেলা কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা কাশিমপুর কারা  কমপ্লেক্সের প্রধান ফটকের বাইরে অপেক্ষা করছিলেন। পরে জামিন শুনানির আদেশ না হওয়ায় অপেক্ষমান সাংবাদিকরা কারা ফটকের অদূরেই প্রতিবাদ সমাবেশ এবং স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে অবস্থান কর্মসূচী পালন করেন।  

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের বৃহস্পতিবার দুপুরে জামিন শুনানী হওয়ার কথা ছিল। সকালে তাকে কারাগার থেকে ঢাকার আদালতে নেয়া হতে পারে এবং বিকেলে তার জামিন হতে পারে এমন সম্ভাবনায় কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকের বাইরে ফুটেজ ও সংবাদ সংগ্রহের অপেক্ষা করছিলেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা। কিন্তু যখন তারা খবর পেলেন রোজিনা ইসলামের জামিন শুনানি হলেও আজকে তার জামিন হচ্ছে না। আগামী রোববার তার জামিনের আদেশ হবে তখন বিকেলে তারা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করেন। কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকের বাইরে অপেক্ষমান সাংবাদিকরা তখন এক প্রতিবাদ সমাবেশ করেন।

এ প্রতিবাদ সমাবেশে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণমুখের সম্পাদক আমজাদ হোসেন, দৈনিক জনতার গাজীপুর প্রতিনিধি রাহিম সরকার, ডিবিসি টেলিভিশিনের গাজীপুর প্রতিনিধি মাহমুদা সিকদার, দেশ টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি এম নজরুল ইসলাম, সময় টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মো. রাজিবুল হাসান, দৈনিক প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা প্রমূখ বক্তব্য রাখেন।

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাহিম সরকার জানান, রোজিনা ইসলামের জামিনে কালক্ষেপণ করা হচ্ছে। দ্রুত মুক্তি দাবি করে তিনি বলেন, তার জামিন ও মুক্তি বিলম্বিত হলে তারা আগামী রোববার পরবর্তী কর্মসুচী দেবো। তবে তিনিসহ কিছু সাহসী সাংবাদিক বৃহস্পতিবার বিকেলেও জামিন না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে স্বেচ্ছায় কারাবরণের আবেদন নিয়ে কারাফটকে অবস্থান করেন। কিন্তু বৃহস্পতিবার বিকেল ৫টার পর কারা কর্তৃপক্ষ জানান সেচ্ছায় কারাবরণের কোন নিয়ম নাই। এতে সাংবাদিক নেতারা পরবর্তী কর্মসূচির ঘোষনা দেন।

(এস/এসপি/মে ২০, ২০২১)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test