E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে বজ্রপাতে ঝরল ৬ প্রাণ

২০২১ মে ২০ ২২:৪৬:৪৯
জামালপুরে বজ্রপাতে ঝরল ৬ প্রাণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বিকেলে ঝড় ও বৃষ্টির সময় বজ্রপাতে ছয় ব্যক্তি ও তিন গরু মারা গেছে। এ সময় আহত হয়েছে পাঁচজন। এছাড়া গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ঝড়ের পর থেকে জামালপুর জেলা সদরসহ উপজেলা সদরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে তিনজন ধান কাটতে গিয়ে, একজন বাদাম তোলার সময় ও দুজন খড় আনতে গিয়ে বজ্রপাতে মারা যান।

নিহতরা হলেন, পার্থশী ইউনিয়নের পশ্চিম গামারিয়া গ্রামের আহসান আলীর পুত্র কালা (৩৫), জুব্বার খানের পুত্র এনামুল হক (৪০), বাইলে মিয়া পুত্র শাহজামাল (৪৫), পলবান্ধা ইউনিয়নের বাটিকিমারী গ্রামের কদ্দুছের পুত্র জবেদ আলী (৬৫), গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুরের আখের আলীে পুত্র মহিজল (৫৫) ও প্রজাপতি চরের কদ্দুছ মোল্লার পুত্র বিল্লাল হোসেন (৩৫)।

আহতরা হলেন মো. তিশু, মো. হামিদ, রাজা মিয়া, দেলোয়ারা বেগম ও ইনসাফ আলী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, বৃষ্টির সময় পাথর্শী ইউনিয়নের হলহলিয়া ব্রিজের নিচে ছয়জন ধানকাটা শ্রমিক আশ্রয় নেন। পাশেই বজ্রপাতে হলে বিদ্যুতায়িত হয়ে এনামুল, কালা শেখ ও শাহজাহানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। একই সঙ্গে মো. তিশু, মো. হামিদ ও রাজা মিয়া আহত হন। পশ্চিম গামারিয়া জারুলতলা গ্রামে তাদের বাড়ি।

এছাড়া সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামে বৃষ্টির মধ্যে বাদাম তোলার সময় মো. বিল্লাল বজ্রপাতে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা ইনসাফ আলী আহত হন।

পলবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে মাঠ থেকে শুকাতে দেয়া খড় আনতে গিয়ে মো. মহিজল মারা যান। এ সময় তার স্ত্রী দেলোয়ারা বেগম আহত হন। এছাড়া একই ইউনিয়নের বাতিকামারী গ্রামের জাবেদ আলী খড় তোলার সময় বজ্রপাতে মারা যান।

অন্যদিকে পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আক্তার আলীর গোয়াল ঘরে বজ্রপাত ঘটলে ৩টি গরু মারা যায়।

(আরআর/এসপি/মে ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test