E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যমুনার পানি কমলেও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি

২০১৪ সেপ্টেম্বর ০১ ১২:৪১:২০
যমুনার পানি কমলেও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি উন্নতি হয়নি

সিরাজগঞ্জ প্রতিনিধি : যমুনার পানি সামান্য কমলেও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সাত সেন্টিমিটার কমে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পাশাপাশি টানা বৃষ্টিতে বন্যা কবলিতদের দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে।

জেলার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালী উপজেলার লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। সেই সঙ্গে কাজিপুর উপজেলার মেঘাই রিং বাঁধ ভাঙায় নতুন করে তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ বন্যা কবলিত রয়েছে। টানা বন্যার কারণে বন্যাকবলিত মানুষদের বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়া, আমাশয়সহ নানা পানিবাহিত রোগের লক্ষণ দেখা দিয়েছে। সরকারিভাবে বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। টানা বন্যায় মানুষ স্বাভাবিক কাজ করতে না পারায় তারা দুর্বিসহ জীবন যাপন করছে।

এদিকে বন্যার পানিতে ডুবে তাড়াশের মাগুড়া মোকন্দ্র গ্রামের হাবিবুর রহমান (৬২) নামে একজন রবিবার বিকেলে মারা গেছে।

(এসএস/এইচআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test