E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি

 

২০১৪ সেপ্টেম্বর ০১ ১২:৪৬:১০
কুষ্টিয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি
 

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় প্রায় দু’সপ্তাহ ধরেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। এতে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যাও আশংকাজনকহারে বেড়েছে। স্থান সংকুলানের কারনে চিকিৎসকেরা হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিতেও হিমসিম খাচ্ছেন। তাছাড়া খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধপত্রের সংকট দেখা দিয়েছে।

 

এমন পরিস্থিতি যখন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তখন পরিস্থিতি দেখ ভাল করতে হাসপাতালে ছুটে আসেন কুষ্টিয়া ৪ আসনের সাংসদ আব্দুর রউফ। আজ সোমবার সকাল ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেন তিনি।

কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে। শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রোগীদের। এসময় তিনি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের আশ্বস্ত করেন ভয়ের কোন কারণ নেই। একই সাথে আক্রান্তদের বেশি বেশি করে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন। প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ব্যাপারেও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন।

এসময় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, আরএমও অরবিন্দ পাল, আমরা মুজিব সেনার জেলা কমিটির সভাপতি আসাদুল হক সোলেমান,সাধারণ সম্পাদক সাইফুদ্দোলা তরুন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম সুরুজ, কুষ্টিয়া জেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য ও শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এনাম হান্নান বিশ্বাস, মীর সাইফুল ইসলাম, হাসপাতালের চিকিৎসক, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(কেকে/এইচআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test