E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোনাগাজীতে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পে বাধা দেয়ার পাঁয়তারা করছে চিহ্নিত ভূমিদস্যুরা

২০২১ মে ২৩ ১৮:২৬:৩৩
সোনাগাজীতে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পে বাধা দেয়ার পাঁয়তারা করছে চিহ্নিত ভূমিদস্যুরা

নূরুল আমিন খোকন, ফেনী : বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীন লোকদের পূনর্বাসনের লক্ষে সোনাগাজী সদর ইউনিয়নের চর শাহাপুর ও চর খোয়াজের লামছি মৌজায় আরো একটি আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করার কর্মসূচী গ্রহন করছে সোনাগাজী উপজেলা প্রশাসন, কিন্তু বার বার ওই প্রকল্প নির্মাণে বাধা দেয়ার পাঁয়তারা করছে এলাকার চিহ্নিত গুটিকয়েক ভূমিদস্যু ।

সরকার বিরোধী এসব ভূমিদস্যুরা স্থানীয় লোকদের আশ্রয়ণ প্রকল্পের বিরুদ্ধে ক্ষেপিয়ে বার বার প্রতিবাদ করার নামে উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে।

শনিবার বিকালে এলাকার চিহ্নিত ভূমিদস্যুরা শাহাপুর রাস্তার মোড়ে কিছু লোককে দিয়ে রাস্তায় মানববন্ধন করায়, ওই মানববন্ধনে তারা সরকার ও প্রকল্প বিরোধী উস্কানিমুলক শ্লোগান দেয় ।

মানববন্ধনে বক্তব্য দেন- কথিত ভূমি রক্ষা কমিটির নূরুল হুদা বেগু, সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন আলমগীর, উপজেলা জাতীয় পার্টির নেতা সিরাজুল ইসলাম ওরফে চুল্লা সিরাজ ও মোশারফ হোসেন মৃধাসহ প্রমূখ নেতৃবৃন্দ।

তারা বলেন, চর শাহাপুর গ্রামে ইতোপূর্বে দুটি গুচ্ছগ্রাম বা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা টাঙিয়ে দিয়ে ভূমিগুলোতে গুচ্ছগ্রাম নির্মাণের জন্য চিহ্নিত নিশানা করা হয়েছে।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুল আরফিন, ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক গেরিলা এবং উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আলম জানান, সরকারি খাস জায়গায় আশ্রায়ণ প্রকল্প নির্মান করা হচ্ছে। সরকারের উন্নয়নে বাধা দেয়ার লক্ষ্যে চিহ্নিত কূচক্রী মহল বার বার এসব কথিত মানববন্ধন করে সরকারি কাজকে বাধাগ্রস্ত করছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, ওই এলাকায় কয়েকটি দাগে কৃষি ও অকৃষি মিলিয়ে ৭/৮ একর সরকারি খাস ভূমি রয়েছে।

সরকারি খাস জায়গায় ভূমিহীন ও গৃহহীন লোকদের জন্য আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করা হচ্ছে, মানববন্ধন করে উন্নয়ন কর্মকাণ্ডকে বাধা দেয়ার সুযোগ নেই ।

(এনকে/এসপি/মে ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test