E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ ২ জন আটক 

২০২১ মে ২৪ ১৬:০৬:১১
দিনাজপুরে সাড়ে ৩০ কেজি গাঁজাসহ ২ জন আটক 

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের খাসসামায় অভিযান চালিয়ে এশটি প্রাইভেট কারসহ সাড়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার এবং ২জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে সকালে দিনাজপুর জেলার খানসামা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সুজন (২৬) ও গাজী সুজন (৩৭)কে আটক করজে সক্ষম হয়। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানিয়েছে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডারআবদুল্লাহ আল মামুন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার খানসামা থানায় র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে পার্বতীপুর উপজেলা থেকে ৩ ছিনতাইকারীকে আটক করেছে।দিনাজপুরের পাবর্তীপুর থানাধীন নারায়ণপুর কাচ্চিপাড়া এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে চিনতাইকারী মোঃ ফিরোজ মন্ডল (৩২)’কে গ্রেফতার কওে র‌্যাব। পরবর্তীতে ফিরোজের দেয়া তথ্য মতে কোতয়ালী থানাধীন কমলপুর ইউনিয়নস্থ বড়গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকৃত ০১টি মোটরসাইকেলসহ মোঃ রশিদুল ইসলাম (৩২) এবং জিল্লুর রহমান (৩৪)কে গ্রেফতার করে।

ঊুল্লেখ্য,গত ২০/০৫/২০২১ তারিখ দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন মহারাজার মোড় এলাকায় কতিপয় ছিনতাইকারী মোঃ ফিরোজ হোসেন নামক ব্যক্তিকে মৃত্যু ও গুরুতর জখমের ভয় দেখিয়ে তার মোটরসাইকেল, টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম মোঃ ফিরোজ হোসেন বাদী হয়ে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি ছিনতাই মামলা দায়ের করে। যার মামলা নং-৩৫, ধারা-১৪৩/৩৪১/৩৬৫/৩২৩/৩০৭/৩৭৯/৩৮৬/৫০৬/১১৪ /৩৪, পেনাল কোড-১৮৬০। এরই প্রেক্ষিতে ছায়া তদন্তের ভিত্তিতে, র‌্যাব-১৩ μাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল আটক করেছে ওই তিন ছিনতাইকারীকে।

(এস/এসপি/মে ২৪, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test