E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন 

২০২১ মে ২৪ ১৬:৪৬:২৮
জামালপুরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন 

জামালপুর প্রতিনিধি : জামালপুরে স্বাস্থ্যবিধি অনুসরণের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এক মানবন্ধনে তারা এই দাবি জানান।

করোনা মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা অপূরণীয় উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, বর্তমানে আশঙ্কাজনক হারে শিক্ষার্থীরা ঝরে পড়ছে। তারা স্মার্টফোনে বিভিন্ন গেমে যেমন আসক্ত হয়ে পড়ছে তেমনি নানা অবক্ষয়ে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে নিয়ে যেতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিকল্প নেই।

সেই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ মাসের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের আল্টিমেটাম দেওয়া হয়।

সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জামালপুরের সকল শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা এসব দাবি জানান।

এতে বক্তব্য দেন মো. রাকিবুল হাসান, আবু সাইদ পলাশ, ইখলাস হাসান, সাদিকুর রহমান, মাসুম, আব্দুল গফুর, আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

(আরআর/এসপি/মে ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test