E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নালিতাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

২০১৪ সেপ্টেম্বর ০১ ১৫:৫৫:০৯
নালিতাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার একটি রাস্তা থেকে ডাকাতির প্রস্তুতিকালে রবিবার রাতে এলাকাবাসীর সহায়তায় ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র, রশি, মাস্কিন টেপ ও ডাকাতির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। ১ সেপ্টেম্বর সোমবার দুপুরে আটকৃতদের ডাকাতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।

আটককৃতরা হলো-নালিতাবাড়ী শহরের বাজার ছিটপাড়া এলাকার খলিল মিঞার ছেলে সোহাগ (২৪), আব্দুর রহিমের ছেলে সাকিল (১৮), বাদশা মিয়ার ছেলে বকুল (১৯), আব্দুল কাদিরের ছেলে সাইফুল ওরফে বুলেট (২২), আব্দুর রাজ্জাকের ছেলে সফিকুল ইসলাম (১৮), ও আবু সিদ্দিকের ছেলে বাবু মিয়া (২০)।

পুলিশ ও স্থানীয় অধিবাসীরা জানায়, বেশ কিছুদিন ধরে উঠতি বয়সের একটি সংঘবদ্ধ ডাকাতদল নালিতাবাড়ীর বিভিন্ন সড়কে গাছ ফেলে ও রশি’র ব্যারিকেড দিয়ে যানবাহন এবং পথচারী আটকে ডাকাতি করে আসছিল। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে নালিতাবাড়ী-বারোমারী সড়কের বাঘবেড় দিকপাড়া ব্রিজের কাছে ডাকাতদল গাছে রশি ও জাল বেঁধে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোটর সাইকেল ডাকাতি করার প্রস্তুতি নেয়। এসময় ওই এলাকার ইউপি সদস্য গোলম মোস্তফা ও এক গ্রাম পুলিশ রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালাতে থাকে।

পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের গ্রামবাসীরা ধাওয়া করে প্রথমে সোহাগ ও পরবর্তীতে অন্যদেরকে জনতা ও কমিউনিটি পুলিশের সহায়তায় পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এসময় তাদের কাছ থেকে রামদা, কিরিচ, চাপাতি, বল্লম সহ রশি, জাল, টেপ এবং উর্দু ভাষায় লিখিত একটি বই উদ্ধার করে পুলিশ।

নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে। এ চক্রের অপর সদস্যদের ধরতেও পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test