E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুর মোলহেডের সৌন্দর্য বৃদ্ধিতে অবৈধ দখলে থাকা ৫০ শতাংশ জমি উদ্ধার

২০২১ মে ২৫ ১৫:৫৭:২৪
চাঁদপুর মোলহেডের সৌন্দর্য বৃদ্ধিতে অবৈধ দখলে থাকা ৫০ শতাংশ জমি উদ্ধার

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড এলাকায় দীর্ঘ বছর ধরে অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের ৫০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভূমি উদ্ধার করে। দীর্ঘ বছর ধরে এই বিপুল পরিমাণ ভূমি জেলা জাকের পার্টির দখলে ছিলো। প্রকৃতির অপার সৌন্দর্যমন্ডিত ত্রিনদীর মোহনার এই পর্যটন এলাকাটিকে নান্দনিক করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

এছাড়াও এই পর্যটন এলাকায় যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ১০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে ফেলা হয়েছে।

জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভার এ উচ্ছেদ অভিযানের ফলে বর্তমানে মোলহেড এলাকার সোন্দর্য আরো এক ধাপ বৃদ্ধি পেয়েছে। উদ্ধার করা ভূমিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের বসার জন্যে নান্দনিক ব্যাঞ্চ স্থাপনের কাজ চলছে।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত শহরের একমাত্র পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেডে রেলওয়ের প্রায় ৭০ শতক ভূমি অবৈধভাবে দখল করে রেখেছিলো জেলা জাকের পার্টি। সেখানে তারা স্থায়ী স্থাপনার মাধ্যমে জলসা ঘর তৈরী করেছিলো। প্রতি বছর ঈদের নামাজকে ঘিরে এই স্থানে জাকের পার্টি তথা আটরশি পীরের ভক্ত-মুরিদদের মিলনমেলা হতো। তারা নামাজ শেষে একে অন্যের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতো। তারও বহু বছর আগে মোলহেড এলাকাটি মরহুম সাবের গাজীর আস্তানা হিসেবে মাইজভা-ার ভক্তদের দখলে ছিলো। ওয়ান ইলেভেনের সময় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা চলাকালে সেই আস্তানাটি পুরোপুরি ভেঙ্গে দেয়া হয়। মূলত এরপর থেকেই এই স্থানটির সৌন্দর্য বৃদ্ধি পেতে শুরু করে।

এদিকে দেশ-বিদেশে সুপরিচিতি পাওয়া চাঁদপুরের এই তিন নদীর মিলনস্থলকে আরো নান্দনিক করার জন্যে আগত দর্শনার্থীদের পক্ষ থেকে বহুকাল ধরেই দাবি উঠে আসছিলো। গত কদিন পূর্বে জেলা প্রশাসন ও চাঁদপুর পৌরসভা যৌথ উচ্ছেদ অভিযান চালিয়ে ৫০ শতক ভূমি উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকা সারাদেশেই সুপরিচিত। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা বেড়াতে আসেন। তারা এসে যেন এ এলাকার মনোরম পরিবেশ ও সৌন্দর্য উপভোগ করতে পারেন তার জন্যই এ এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং নান্দনিক করতে কাজ শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এখানে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৭০ শতক ভূমি অবৈধ দখলে ছিলো। কিন্তু এ বিষয়ে তাদের কাছে রেলওয়ের কোনো অনুমতিপত্র কিংবা কাগজপত্র নেই। তাই মোলহেডের সৌন্দর্য বৃদ্ধিতে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে মোলহেডের ৫০ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। বাকি প্রায় ২০ শতক ভূমিতে জাকের পার্টির একটি নামাজের স্থান রয়েছে। এ জন্যে সেটিতে হাত দেয়া হয়নি। উদ্ধার হওয়া ভূমিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের বসার জন্যে নান্দনিক ব্যাঞ্চ স্থাপনের কাজ চলছে।

মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান আরো বলেন, আমরা এ এলাকার যানজট নিরসনের জন্যে কয়েকটি রাস্তা নির্ধারণ করছি। আর ওই রাস্তা বের করতে কিছু অবৈধ স্থাপনা ছিলো তা সরিয়ে দিয়েছি। এভাবেই ধীরে ধীরে এই মোলহেডের সোন্দর্য বৃদ্ধি করা হবে এবং এর নান্দনিকতা ফুটিয়ে তোলা হবে।

(ই্উ/এসপি/মে ২৫, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test