E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

করোনা নিয়ে এখনও শঙ্কায় দিনাজপুরবাসী

২০২১ মে ২৭ ১৭:২২:৩৮
করোনা নিয়ে এখনও শঙ্কায় দিনাজপুরবাসী

শাহ্ আলম শাহী, দিনাজপুর : করোনা নিয়ে শংকায় আছে,দিনাজপুরবাসী। দেশের দ্বিতীয় বৃহত্তর হিলি স্থলবন্দর দিয়ে আটকে পরা বাংলাদেশীরা ফেরত আসার পাশাপাশি আমদানি-রপ্তানি চালু রয়েছে। বাংলাদেশ সতর্ক অবলম্বন করলেও ভারত করছে,খাম-খেয়ালীপনা। ভারত থেকে আসা পণ্যবাহী পরিবহনের চালক এবং হেলপাররা মানছেনা,স্বাস্থ্যবিধি। পরিধান করছেনা মাস্ক।

করোনা নেগেটিভ না পজিটিভ তার কোন সার্টিফিকেট বা টিকা গ্রহণের সনদপত্র নেই তাদের। এনিয়ে উদ্বিগ্ন দিনাজপুরের মানুষ। যার প্রেক্ষিতে ভারত থেকে সোমবার কয়েক ঘন্টা পণ্য আমদানি বন্ধ রাখে স্থানীয় প্রশাসন অ ও আমদানিকাররা। পরে ভারত আগামী ৩১ মে পর্যন্ত সময় নেয়। এরপর তারা স্বাস্থ্যবিধি মেনে এবং সনদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জনায়।যার প্রেক্ষিতে আবারও শুরু হয়,আমদানি-রপ্তানি।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুস জানান, ভারতে আটকে পরা ১১৬ জন বাংলাদেশী এ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে তিনজনের শরীরে ভারতীয় করোনার অস্তিত্ব মিলেছে। দেশে ফেরা ১১৬ জনের মধ্যে ৮৮ জন হোটেলে এবং ২৫ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় ১২৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯৩ জন ।এর মধ্যে ২৯ জন রয়েছে,হাসপাতালে। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে, ৫৪০৩ জন। সুস্থতা ফিরে পেয়েছেন, ৫২১০ জন।

জেলা সিভিল সার্জন ডা.আব্দুল কুদ্দুস জানান, জেলায় বর্তমানে করোনা সনাক্ত সংখ্যা গড়ে ১২ থেকে ১৫ জন।

(এস/এসপি/মে ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test