E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ২২

২০২১ মে ২৭ ১৭:৩৪:২৩
চাঁদপুরে করোনায় দুইজনের মৃত্যু, আক্রান্ত ২২

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুর জেলায় করোনা আক্রান্তের হার বাড়ার সাথে এখন মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত ১২ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দুইজনের মধ্যে একজন হাসপাতালে ভর্তি হওয়ার দুই ঘণ্টার মধ্যে মারা যান। মারা যাওয়া দুইজন হচ্ছেন চাঁদপুর সদর উপজেলার মনোহরখাদী গ্রামের আবুল হাশেম (৭৫) এবং ফরিদগঞ্জের সন্তোষপুর গ্রামের শহীদ উল্লাহ (৬৯)। এই দুই মৃত্যুসহ জেলায় মোট মৃত্যু সংখ্যা হলো ১২২ জন।

সদর হাসপাতালের আরএমও ডাঃ সুজাউদ্দৌলা রুবেল জানান, ফরিদগঞ্জের শহীদ উল্লাহ ২৬ মে বুধবার সকাল ১০টায় হাসপাতালে ভর্তি হন। দুই ঘণ্টার মধ্যে দুপুর ১২টায় তিনি মারা যান। আর সদর উপজেলার আবুল হাশেম ভর্তি হন ১৮ মে বিকেল ৩টায়। তিনি মারা যান ২৫ মে মঙ্গলবার রাত ৯টায়। উভয়ই মারা যাওয়ার পর তাদের নমুনা রিপোর্ট করোনা পজিটিভ আসে।

এদিকে ২৬ মে বুধবার ১১৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এরমধ্যে মঙ্গলবারের ছিল ২৫ জনের রিপোর্ট। এই ১১৯ জনের নমুনা রিপোর্টে ২২জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। এরা হচ্ছে : সদর উপজেলায় ১০ জন, শাহরাস্তিতে ৩জন, ফরিদগঞ্জে ২, হাজীগঞ্জে ২, হাইমচরে ২, মতলব উত্তরে ২ ও মতলব দক্ষিণে ১জন। নতুন আক্রান্ত এই ২২ জনসহ জেলায় এক বছরে মোট আক্রান্ত হয়েছে ৪৬৬৫ জন। এর মধ্যে ম।রা গেছেন ১২২ জন, আর সুস্থ হয়েছেন (মঙ্গলবার পর্যন্ত) ৪২৭০ জন। চিকিৎসাধীন আছেন ২৫৪ জন।

(ইউ/এসপি/মে ২৭, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test