E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ব্রহ্মপুত্রের পানিবৃদ্ধি,  নতুন নতুন এলাকা প্লাবিত

২০১৪ সেপ্টেম্বর ০১ ১৭:১৯:০০
শেরপুরে ব্রহ্মপুত্রের পানিবৃদ্ধি,  নতুন নতুন এলাকা প্লাবিত

শেরপুর প্রতিনিধি : পুরাতন ব্রহ্মপুত্র নদে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুর জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেরপুর সদরের বেতমারী-ঘুঘুরাকান্দি ও বলাইরচর ইউনিয়ন এবং শ্রীবরদী উপঝেলার ভেলুয়া ও কেকেরচর ইউনিয়নের ১৮ টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে।

১ সেপ্টেম্বর সোমবার শেরপুর ফেরিঘাট পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি আরও ৯ সেন্টিমিটার বেড়েছে। এদিকে, পানিবৃদ্ধির ফলে শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান কজওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় হওয়ায় ওই সড়কে সরাসরি সিএনজি চালিত অটোরিক্স্রা চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুই পাশের যাত্রীরা কজওয়েতে নৌকায় করে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।

শেরপুর খামারবাড়ীর উপ-পরিচালক সুভাষ চন্দ্র দেবনাথ জানান, শেরপুর জেলার সদর, শ্রীবরদী ও নকলা উপজেলায় চলমান বন্যায় ৮ হাজার ৩৭৭ হেক্টর জমির রোপা আমন, ১১০ হেক্টর জমির আউশ এবং ৭৭ হেক্টর জমির সব্জীর আবাদ বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। পানি নেমে গেলে ক্ষয়ক্ষতির পূর্নাঙ্গ হিসাব পাওয়া যাবে।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test