E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে পিবিআই কর্তৃক চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারসহ চোরচক্র গ্রেফতার

২০২১ মে ২৭ ১৮:৩২:১৫
নারায়ণগঞ্জে পিবিআই কর্তৃক চুরি যাওয়া গ্যাস সিলিন্ডারসহ চোরচক্র গ্রেফতার

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ সোনারগাঁওয়ে কাঁচপুর হাজী গরীবুল্লাহ সুপার মার্কেটের নাজমুল ইঞ্জিনিয়ারিং নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনের তালা কেটে গ্যাস ও অক্সিজেনের সিলিন্ডার চুরি যাওয়ার ঘটনায় গ্যাস সিলিন্ডারসহ চোরচক্রকের ২ জনকে গ্রেফতার করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ।

গত দুই মার্চ মঙ্গলবার রাত ২.৩০ ঘটিকায় এই চুরির ঘটনাটি ঘটে।

উল্যেখ্য যে, গত ০২ মার্চ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকায় সোনারগাঁও থানাধীন কাঁচপুর হাজী গরীবুল্লাহ সুপার মার্কেটের নাজমুল ইঞ্জিনিয়ারিং নামক ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনের তালা কেটে অজ্ঞাত চোরেরা প্রায় পনের লক্ষ নয় হাজার আটশত টাকার গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার চুরি করে নিয়ে যায়।

এই ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের মালিক কাজী মোঃ মহসিন বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।
পুলিশ হেডকোয়াটার্সের নির্দেশে এই চুরির মামলার ঘটনার তদন্তবার পিবিআই নারায়ণগঞ্জ গ্রহণ করে।

তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে পিবিআই নারায়ণগঞ্জ পুলিশ গত ২৫ মে মঙ্গলবার মামলার ঘটনায় জড়িত আসামী সজিব (১৯) কে গ্রেফতার করে।

তাকে জিজ্ঞাসাবাদে সে জানায়, সে সহ আরো ৭ জন মিলে তারা একটি পিকআপ ভর্তি গ্যাসের সিলিন্ডার নিয়ে ঢাকা মুগদা এলাকায় গ্যাসের দোকান বিক্রি করে দেয়।

পুলিশ উক্ত দোকানে অভিযান চালিয়ে দোকান মালিক শুভ ভুইয়াকে গ্রেফতার করে এবং দোকান থেকে ৯ বোতল গ্যাসের সিলিন্ডার উদ্ধার করে।

এ বিষয়ে পিবিআই নারায়ণগঞ্জ জেলা জানায়,গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এবং চোরাই মাল উদ্ধার ও অন্যান্য আসামী গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

(এবি/এসপি/মে ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test