E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

এক ঘন্টার মধ্যে ভূমিকম্পে তিনবার কাঁপল সিলেট 

২০২১ মে ২৯ ১৫:১৯:৪৭
এক ঘন্টার মধ্যে ভূমিকম্পে তিনবার কাঁপল সিলেট 

সিলেট প্রতিনিধি : ভূমিকম্পে তৃতীয় দফায় আবারো কেঁপে উঠে সিলেট। শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১১টায় তৃতীয় দফায় আবারো ভূমিকম্পটি অনুভূত হয়। এর আগে সিলেটে ১৪ মিনিটের মধ্যে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এর আগে শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ ও ১০টা ৫১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে সিলেট আবহাওয়া অফিস সাথে সাথে ভূমিকম্পের উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা জানাতে পারেনি। ভূমিকম্পে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে ১৪ মিনিটের ব্যবধানে দুইবার ও সাড়ে ১১টার দিকে আবারে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।

(একে/এসপি/মে ২৯, ২০২১)

পাঠকের মতামত:

২১ অক্টোবর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test